ফিফাকে আর্জি সুনীলদের টেন্ডার প্রকাশের তোড়জোড়

Must read

প্রতিবেদন : জানুয়ারি মাসে ভরা ফুটবল মরশুম। এই সময় ভারতীয় ফুটবলাররাও থাকতেন মাঠে। আইএসএলের ম্যাচের সরাসরি সম্প্রচার হত টেলিভিশনে। এবারও তাঁরা রয়েছেন, তবে মাঠে নয়, সমাজমাধ্যমে ভিডিও ক্লিপিংসে। পায়ে ফুটবলের পরিবর্তে ভারতীয় ফুটবলকে বাঁচানোর ভিডিও বার্তা নিয়ে হাজির সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, গুরপ্রীত সিং সান্ধু, হুগো বুমোস, রাহুল ভেকেরা।
ফিফার হস্তক্ষেপের দাবি জানিয়ে ভারতে লিগ শুরুর আকুল আর্তি ভারতীয় তারকাদের। ভিডিওটি ট্যাগ করা হয়েছে ফিফা, ফুটবলারদের আন্তর্জাতিক সংস্থা ফিফপ্রো এবং ভারতীয় ফুটবলারদের সংস্থা এফপিএআই-কে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, সুনীল বলছেন, খেলোয়াড়, স্টাফ, মালিক এবং সমর্থকরা চায় স্বচ্ছতা। প্রত্যেকে চায় নিরাপত্তা এবং ভবিষ্যতের সুরক্ষা। দীর্ঘদিন ভারতের বিভিন্ন ক্লাবে খেলা ফরাসি ফুটবলার বুমোসের আর্জি, ফিফার কাছে আমাদের আবেদন, ভারতীয় ফুটবলকে বাঁচান। সন্দেশের বার্তা, আমরা ভীত, আতঙ্কিত। একইসঙ্গে আমরা মরিয়া মাঠে নামার জন্য। দেশের ফুটবলের সংকটের সময়ে প্রীতম কোটাল, অমরিন্দর সিং, রাহুল ভেকেরা বলছেন, আমরা ভারতীয় ফুটবলাররা স্থায়ী পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার দিকে এগিয়ে চলেছি। আমরা মানবিক ও আর্থিক সংকটের মধ্যে রয়েছি। সর্বোচ্চ স্তর থেকে ভারতীয় ফুটবলের সংকটমোচনে হস্তক্ষেপের আবেদন করছি।
দেশের তারকা ফুটবলারদের আর্তির মধ্যেই আশার আলো দেখার আশায় প্রহর গুনছেন দেশের ফুটবলপ্রেমীরা। ক্লাব জোটের দাবি মেনে এআইএফএফ দীর্ঘমেয়াদি টেন্ডার ডাকার তোরজোড় শুরু করেছে বলেই জানা গিয়েছে। দ্রুত টেন্ডার প্রকাশ করে বাণিজ্যিক পার্টনার আনার রাস্তা মসৃণ করা হবে। একমাত্র লিগের প্রস্তাবিত রোডম্যাপ অনুযায়ী ২০ বছরের দীর্ঘমেয়াদি টেন্ডার ডাকলেই এফএসডিএলকে তাতে অংশগ্রহণে রাজি করানো সম্ভব হবে। দীর্ঘমেয়াদি টেন্ডার ছাড়া কোনওভাবেই এফএসডিএল এগিয়ে আসবে না। দীর্ঘমেয়াদি শর্তে তারা রাজি হলেই এবারের মতো অন্তর্বর্তী ফরম্যাটে যেভাবে হোক লিগ চালিয়ে দিতে পারে এফএসডিএল। সুপ্রিম কোর্ট ছুটির পর খুলছে সোমবার। আগামী কয়েকটি দিন খুবই গুরুত্বপুর্ণ ভারতীয় ফুটবলের জন্য। সর্বোচ্চ আদালতকে জানিয়েই টেন্ডার প্রকাশ করতে চায় ফেডারেশন। শুক্রবার তিন সদস্যের বিশেষ কমিটির রিপোর্ট জমা পড়েছে ফেডারেশনে।

আরও পড়ুন: বাংলা শিবিরে হঠাৎ সঞ্জু

Latest article