হংকং ম্যাচ জিতে ভারত এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করার পরই অধিনায়ক সুনীল ছেত্রী বলেছিলেন, তিনি আগামী বছর এশিয়ান কাপের মূলপর্বে খেলবেন কি না, জানেন না। বৃহস্পতিবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ব্যক্তিগত কাজে দেখা করতে এসেছিলেন সস্ত্রীক সুনীল। ক্রীড়ামন্ত্রী ভারত অধিনায়ককে সংবর্ধিত করেন। উত্তরীয় পরিয়ে এবং মিষ্টির হাঁড়ি তুলে দেন সুনীলের হাতে। সেখানে বসে ৮৪ আন্তর্জাতিক গোলের মালিক বলেন, ‘‘এশিয়ান কাপ এখনও দেরি আছে। ৩৫ জন সম্ভাব্য দলের মধ্যে আমিও থাকব। কিন্তু চূড়ান্ত দলে থাকব কি না, সেটা কোচ ঠিক করবে। বাকিদের মতো নিশ্চয়ই আমারও সুযোগ থাকবে।’’
সুনীল বুঝিয়ে দিলেন, আগামী কয়েকদিন বিশ্রাম নিয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার জন্য নিজেকে ফিট রাখার প্রস্তুতি শুরু করে দেবেন। বললেন, ‘‘মূলপর্বে অনেক শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে। তাই ভারতীয় দলের প্রস্তুতি ভাল হওয়া চাই। কলকাতায় শিবির হলে তো খুশিই হব। কিন্তু কোথায় জাতীয় শিবির হবে, সেটা কোচ, ফেডারেশন ঠিক করবে।’’ পাশে বসে রাজ্যের ক্রীড়ামন্ত্রী বললেন, ‘‘কলকাতায় ফুটবলের দুর্দান্ত পরিকাঠামো। রাজ্য সরকার যেভাবে সাহায্য করে, তাতে খুশি এআইএফএফ। আমরা চাই, এশিয়ান কাপের আগে জাতীয় শিবির এখানেই হোক।’’
আরও পড়ুন- উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়ে পাশ করানোর দাবিতে বিক্ষোভ! কীর্তি দেখে হতবাক মুখ্যমন্ত্রী
বৃহস্পতিবারই গল্ফ গ্রিনের শ্বশুরবাড়িতে জামাইষষ্ঠীর খাওয়াদাওয়া সারলেন সুনীল। এশিয়ান কাপের কোয়ালিফায়ার থাকায় শহরে থেকেও ষষ্ঠী হয়নি সুনীলের। তাই লেট ষষ্ঠীতেও এলাহি আয়োজন ছিল ভারত অধিনায়কের জন্য। তদারকিতে ছিলেন শ্বশুর তথা সুনীলের প্রথম ক্লাব কোচ সুব্রত ভট্টাচার্য। শুক্রবার শহর ছাড়বেন সুনীল।