অবসর ভেঙে ফের জাতীয় দলে সুনীল

Must read

প্রতিবেদন : মাত্র ৮ মাসের মধ্যে সিদ্ধান্ত বদল। অবসরের সিদ্ধান্ত বদলে ভারতীয় দলের নীল জার্সিতে ফিরলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। গত বছর ৬ জুন যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ খেলেছিলেন সুনীল। ফুটবলপ্রেমীদের আক্ষেপ ছিল, সুনীলের যোগ্য উত্তরসূরি আসার আগেই তাঁকে সরে যেতে হল। জাতীয় কোচ মানোলো মার্কুয়েজের ডাকে সাড়া দিয়ে ফের জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সর্বকালের সেরা গোলদাতা। ২৫ মার্চ শিলংয়ে বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারতীয় দলের জার্সি গায়ে খেলবেন সুনীল (Sunil Chhetri)। তাঁকে দলে রেখেই বৃহস্পতিবার রাতে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মানোলো।

আরও পড়ুন- জয়ের হ্যাটট্রিকে লিগ শীর্ষে ডায়মন্ড হারবার, আই লিগ দ্বিতীয় ডিভিশন

মানোলো বলেছেন, ‘‘এশিয়ান কাপে যোগ্যতা অর্জন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের গুরুত্ব এবং আমাদের ম্যাচগুলোর কথা ভেবে সুনীলের সঙ্গে আমি কথা বলি। অবসর ভেঙে সুনীল ফিরলে জাতীয় দল শক্তিশালী হবে। এই ব্যাপারে আলোচনা করার পর ও রাজি হয়। দলেও রাখা হয়েছে সুনীলকে।’’
স্ট্রাইকারে সুনীল ছাড়াও দলে রয়েছেন ফারুখ চৌধুরী, ইরফান ইয়ারওয়ার, ছাংতে ও মনবীর সিং। জাতীয় দলে রাখা হয়েছে গোলকিপার বিশাল কাইথকে। বিশাল, মনবীর ছাড়াও মোহনবাগান থেকে দলে রয়েছেন আশিস রাই, আশিক কুরুনিয়ন, লিস্টন কোলাসো। ইস্টবেঙ্গল থেকে সুযোগ পেয়েছেন জিকসন সিং ও নাওরেম মহেশ সিং। সুনীলের প্রত্যাবর্তনে অবাক প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য। বললেন, ‘‘সুনীলকে অবসর ভেঙে ফিরতে হচ্ছে মানে আমাদের কোচেদের ব্যর্থতা। সুনীলের বিকল্প তুলে আনতে পারছে না তারা।’’

Latest article