অধরা ডুরান্ড জেতার লক্ষ্যে মরিয়া সুনীল, ফাইনালে আজ সামনে মুম্বই সিটি এফসি

ডুরান্ড কাপ সুনীল ছেত্রীর কাছে যেন ‘অধরা মাধুরী’! বর্ণময় কেরিয়ারে ভারতীয় ফুটবলের প্রায় সবক’টি ট্রফি জিতেছেন।

Must read

প্রতিবেদন : ডুরান্ড কাপ সুনীল ছেত্রীর (Sunil Chetri) কাছে যেন ‘অধরা মাধুরী’! বর্ণময় কেরিয়ারে ভারতীয় ফুটবলের প্রায় সবক’টি ট্রফি জিতেছেন। কিন্তু ডুরান্ড অধরাই রয়ে গিয়েছে সুনীলের। এবার অবশ্য লক্ষ্যের খুব কাছাকাছি ভারতীয় ফুটবলের আইকন। রবিবার ডুরান্ড ফাইনালে নামছে সুনীলের বেঙ্গালুরু এফসি। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি।

আরও পড়ুন-কাল থেকে কলকাতায় একশো অতিরিক্ত বাস

সুনীলের মতো তাঁর ক্লাব বেঙ্গালুরুর সামনেও প্রথমবার ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। ২০১৩ সালে ভারতীয় ফুটবলে পা রাখার পর দক্ষিণের এই ক্লাব আই লিগ, ফেডারেশন কাপ, আইএসএল জিতলেও, ডুরান্ড জয়ের স্বাদ পায়নি। খেতাবি লড়াইয়ের ২৪ ঘণ্টা আগে সুনীল তাই বলছেন, ‘‘রবিবারের ম্যাচটা আমাদের কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ। ডুরান্ড শুধু প্রাচীনতম টুর্নামেন্ট বলেই নয়। আমি বা আমার ক্লাব আগে কোনও দিন এই ট্রফিটা জিতিনি। তাই ফাইনালে মাঠে নেমে নিজেদের উজাড় করে দেব। যেভাবেই হোক ট্রফিটা জিততে চাই।’’

আরও পড়ুন-রাজ্যে ৪৮ ঘণ্টা বৃষ্টি

পাল্টা তাল ঠুকছেন মুম্বইয়ের সাহেব কোচ ডেস বাকিংহামও। বিপক্ষের জোড়া ফলা সুনীল ও রয় কৃষ্ণকে সমীহ করলেও মুম্বই কোচের বক্তব্য, ‘‘বেঙ্গালুরু দারুণ শক্তিশালী দল। ওদের দুই স্ট্রাইকার দুর্দান্ত ফর্মে রয়েছে। তবে ওদের কীভাবে থামাতে হয়, সেটা আমার ফুটবলাররা জানে।’’

Latest article