দুই তারকাকে দেখছেন না সানি, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ

মাত্র পাঁচদিনের ব্যবধানে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

Must read

মুম্বই, ১৩ মে : মাত্র পাঁচদিনের ব্যবধানে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। গত বছর টি-২০ বিশ্বকাপ জেতার পরেই দুই মহাতারকা কুড়ি-বিশের ফরম্যাট থেকেও অবসর নিয়েছিলেন। তবে একদিনের ক্রিকেটে এখনও দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন দু’জনে। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকিভাবে সরে যাবেন রোহিত ও বিরাট।
যদিও সুনীল গাভাসকর মনে করেন, রোহিত ও বিরাটের পক্ষে আরও একটা বিশ্বকাপ খেলা কঠিন। কারণ পরের একদিনের বিশ্বকাপ আরও দু’বছর পর। ততদিনে রোহিতের বয়স হবে ৪০ এবং বিরাটের ৩৮। এই প্রসঙ্গে সানির বক্তব্য, ‘‘একদিনের ফরম্যাটে ওরা দু’জনেই দুর্দান্ত। নির্বাচকরা নিশ্চয়ই ২০২৭ বিশ্বকাপের দল নিয়ে ভাববেন। কিন্তু রোহিত আর বিরাট কি সেই বিশ্বকাপে খেলতে পারবে? এখন যেমন ফর্মে রয়েছে, সেই ফর্ম কি দু’বছর পরেও ধরে রাখতে পারবে? সেটা নির্বাচকদেরই বুঝতে হবে।’’

আরও পড়ুন-টেস্টকে বিদায় জানিয়েই সস্ত্রীক বৃন্দাবনে বিরাট

গাভাসকর আরও বলেছেন, ‘‘যদি নির্বাচকরা মনে করেন, ওরা পারবে, তাহলে অবশ্যই সুযোগ দেওয়া হবে। তবে আমার মনে হয় না, ওরা আরও একটা বিশ্বকাপ খেলবে। তবে হ্যাঁ, আগামী বছর যদি ওরা দুর্দান্ত ফর্মে থাকে, পরপর সেঞ্চুরি করতে থাকে, তাহলে স্বয়ং ঈশ্বরও ওদের দু’জনকে দলের বাইরে রাখতে পারবেন না।’’ প্রাক্তন ভারত অধিনায়ক আরও জানিয়েছেন, তিনি বিরাটের টেস্ট অবসরের খবরে অবাক হননি। গাভাসকর বলছেন, ‘‘অবসর পুরোপুরি ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমি অবাক হইনি। বিশেষ করে, অস্ট্রেলিয়া সফরের পর ভারতীয় দলে ক’টা বড় পরিবর্তন হতই। তাই বিরাটের সিদ্ধান্ত আমাকে চমকে দেয়নি।’’
এদিকে, রোহিতের অবসরের পর আসন্ন ইংল্যান্ড সিরিজে নেতৃত্ব দেবেন কে? শোনা যাচ্ছে শুভমন গিলই নতুন টেস্ট অধিনায়ক হচ্ছেন। গাভাসকর অবশ্য শুভমন নয়, জসপ্রীত বুমরাকে নেতৃত্বে দেখতে চান। খবর, বুমরা ইতিমধ্যেই বোর্ডকে জানিয়েছেন, তিনি নেতৃত্বের দৌড়ে নেই। যদিও সানি বলছেন, ‘‘শরীর কতটা ধকল নিতে পারবে, সেটা সংশ্লিষ্ট ক্রিকেটারই সবথেকে ভাল বোঝে। যদি অন্য কেউ অধিনায়ক হয়, সে বুমরার থেকে সব সময় বাড়তি কিছু চাইবে। তখন হয়তো বুমরাকে অতিরিক্ত ওভার বল করতে হবে। কিন্তু বুমরা অধিনায়ক হলে, নিজেই বুঝতে পারবে, কতটা ধকল শরীর নিতে পারবে। তাই বুমরাকেই দায়িত্ব দেওয়া হোক।’’

Latest article