মুম্বই: হনুমা বিহারীর (Hanuma Vihari) বাদ পড়া নিয়ে নির্বাচকদের একহাত নিয়েছেন প্রাক্তনদের অনেকেই। কিন্তু সুনীল গাভাসকর (Sunil Gavaskar) জানিয়েছেন, হনুমার বাদে তিনি অন্তত অবাক হননি। তাঁর মনে হয়েছে অনেকটা সময় ক্রিকেটের বাইরে থাকার জন্যই টেস্ট দলে জায়গা হল না হনুমার।
গাভাসকর বলেছেন, “আমি হনুমার বাদ পড়া নিয়ে অবাক নই। কারণ মাঝখানে ও অনেকদিন খেলেনি। আইপিএলেও ছিল না। প্রায় তিন-চার মাস খেলার বাইরে ছিল হনুমা। নির্বাচকরা তাদেরই নিয়েছেন যারা খেলার মধ্যে ছিল। হতে পারে সেটা টেস্ট ক্রিকেট নয়, তবুও সবাই খেলার মধ্যে ছিল।”
আরও পড়ুন-Surajit Dutta : ‘TMC প্রার্থী দেখলেই তাড়া করুন’, মন্তব্য বিজেপি বিধায়কের
এখানেই না থেমে প্রাক্তন বিশ্বসেরা ওপেনার আরও বলেছেন, আগেও দেখা গিয়েছে যে আইপিএল অনেক ক্ষেত্রে দল নির্বাচনের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। হনুমা আইপিএল (IPL) খেলেনি। আর সবাই জানে যে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে রোহিত-সহ অনেকেই নেই। প্রথম টেস্টে বিরাটও নেই। কিন্তু তারপরও লাল বলের ক্রিকেট না খেলা শ্রেয়স আইয়ার টেস্ট দলে সুযোগ পেয়েছেন কিন্তু উপেক্ষিত হয়েছেন ২৮ বছরের হনুমা। যা নিয়ে নির্বাচকদের তোপের মুখে পড়তে হয়েছে।
তবে ৪ ডিসেম্বর কলকাতায় (Kolkata) বোর্ডের বার্ষিক বৈঠকে চেতন শর্মা ও বাকি চার নির্বাচকের মেয়াদ বৃদ্ধি হওয়া নিয়ে কোনও সংশয় নেই। ২৪টি অ্যাজেন্ডা নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বোর্ডের আর্থিক বিষয় এতে গুরুত্ব পাবে। তবে বিরাট কোহলির একদিনের ম্যাচে অধিনায়ক থাকা না থাকার ব্যাপার নিয়ে আলোচনা হবে কি না ঠিক হয়নি।