ভারতের নেতৃত্বও দিতে পারে হার্দিক, বললেন সানি

Must read

মুম্বই, ৩০ মে : এবারের আইপিএলে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব মুগ্ধ করেছে সুনীল গাভাসকরকে (Sunil Gavaskar)। কিংবদন্তি ভারতীয় ওপেনার মনে করছেন, টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ নেতাদের দৌড়ে এবার হার্দিকও (Hardik Pandya) ঢুকে পড়লেন।

গাভাসকরের (Sunil Gavaskar) বক্তব্য, ‘‘অধিনায়ক হার্দিক (Hardik Pandya) আমাদের সবাইকে চমকে দিয়েছে। ওর এই বিশেষ গুণ সম্পর্কে কেউই বিশেষ কিছু জানত না। আমরা জানতাম ও বল হাতে কী করতে পারে, ব্যাট হাতে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কিন্তু নেতৃত্ব?’’ সানির বাড়তি সংযোজন, ‘‘আইপিএল শুরুর আগে সবাই ওর বোলিং নিয়ে সংশয়ে ছিলেন। তবে ও নিজেকে প্রমাণ করেছে। আর নেতৃত্ব তো বাড়তি পাওনা!’’

আরও পড়ুন: নীরজের লক্ষ্য

প্রাক্তন ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘‘হার্দিক যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে, সবাইকে এক সুতোয় বেঁধেছে, তা সহজাত নেতা না হলে করা সম্ভব হত না। অদূর ভবিষ্যতে ওকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দেখলেও অবাক হব না। আমি এটা বলছি না যে, ও-ই ভবিষ্যতের অধিনায়ক। কারণ এই তালিকায় আরও ২-৩টে নাম রয়েছে। কিন্তু নির্বাচকদের কাছে হার্দিক দারুণ এক বিকল্প হতেই পারে।’’ সানির আরও বলেন, ‘‘নেতৃত্ব দেওয়ার গুণ থাকলে জাতীয় দলে বাড়তি সম্মান পাওয়া যায়। অলাউন্ডার হার্দিক চেনা ফর্মে ফিরছে। সেটা দেখে আমরা সবাই খুশি। এবারের আইপিএলের সফল নেতৃত্ব ওর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে।’’ যাঁকে নিয়ে গাভাসকর উচ্ছ্বসিত, সেই হার্দিক বলছেন, ‘‘এবারের গুজরাট টাইটানস পরের প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে। ভবিষ্যতে যারা এই দলের হয়ে খেলবে, তারা বলতে পারবে আমরা এমন একটি দলের সদস্য, যারা অভিষেকেই আইপিএল জিতেছিল।’’

Latest article