মুম্বই, ১৬ মার্চ : ঈশান কিশান, শ্রেয়স আইয়ারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিসিসিআই ঘরোয়া ক্রিকেটকে আরও গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বছরে নির্দিষ্ট সংখ্যক টেস্ট খেললে আর্থিক পুরস্কারের ঘোষণাও করেছে বোর্ড। কিন্তু রঞ্জি ক্রিকেটারদের জন্য নতুন কোনও পদক্ষেপ এখনও করেননি কর্তারা। ঈশানকাণ্ড ভবিষ্যতে আর যেন না ঘটে তার জন্য ভারতীয় বোর্ডকে কিছু পরামর্শ দিয়েছেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। প্রাক্তন ভারত অধিনায়ক মনে করছেন, রঞ্জি ট্রফি শুরুর সময় এগিয়ে আনার পাশাপাশি ম্যাচ ফি দুই বা তিনগুণ বাড়ানো উচিত।
গাভাসকর (Sunil Gavaskar) বলেছেন, ‘‘যদি রঞ্জি ট্রফির ম্যাচ ফি দ্বিগুণ বা তিনগুণ করা যায় তাহলে অনেকেই এই প্রতিযোগিতায় খেলবে। রঞ্জি থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সংখ্যাও অনেক কমবে। ম্যাচ ফি’র ভাল টাকা দিলে ক্রিকেটাররা নিশ্চয় নিজেদের সরিয়ে নেবে না।’’
প্রাক্তন ওপেনার আরও একটি পরামর্শ দিয়েছেন বোর্ডকে। সানির মতে, ‘‘রঞ্জি ট্রফি জানুয়ারির পরিবর্তে তিন মাস এগিয়ে অক্টোবরে শুরু করা উচিত। এর ফলে আইপিএল বা সাদা বলের অন্যান্য টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়ার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে। রঞ্জি শেষে জানুয়ারিতে যদি বিজয় হাজারে ওয়ান ডে এবং মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্ট হয় তাহলে ক্রিকেটারদের আইপিএল প্রস্তুতির সুবিধা হবে। তখন যে কোনও অজুহাতে ঘরোয়া ক্রিকেট না খেলার সাহস দেখাতে পারবে না কেউ।’’