গাভাসকর ৭৩, জন্মদিনে শুভেচ্ছার ঢল

Must read

মুম্বই, ১০ জুলাই : ৭৩-এ পড়লেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar Turns 73)। রবিবার ছিল তাঁর জন্মদিন। মহেন্দ্র সিং ধোনি ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন গিয়েছে এই সপ্তাহেই। তারপর এদিন ছিল সানির পালা। বোর্ড সচিব জয় শাহ-সহ অনেকেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুন: আইপিএলে উপরে ব্যাট করার সুবিধা পাচ্ছি: হার্দিক

গাভাসকরই প্রথম ব্যাটসম্যান যিনি টেস্টে দশ হাজার রান করেছিলেন। ‘৮৩-র বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। দেশের হয়ে সব ধরনের ক্রিকেট মিলিয়ে মোট ২৩৩টি ম্যাচ খেলে সানি করেছেন ১৩,২১৪ রান। এরমধ্যে ১২৫টি টেস্ট খেলেছেন তিনি।

‘৮৭-র নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে গাভাসকর ১৬ বছর দেশের হয়ে খেলেছেন। হেলমেট না পরেও তিনি বিশ্বত্রাস ফাস্ট বোলারদের মোকাবিলা করেছেন। খেলা ছাড়ার পর গাভাসকর লেখালেখি ও কমেন্ট্রিতে নিজেকে ব্যাস্ত রেখেছেন। তাঁর লেখা চারটি বইও রয়েছে।

আরও পড়ুন: মিউজিয়াম থেকে সরছে বরিসের মূর্তি

বোর্ড সচিব টুইটারে গাভাসকরের (Sunil Gavaskar Turns 73) দশ হাজার রান ও চৌত্রিশ টেস্ট সেঞ্চুরির উল্লেখ করেছেন। বলেছেন হেলমেট ছাড়া তাঁর ফাস্ট বোলারদের মুখোমুখি হওয়ার কথাও। সবশেষে তিনি সানিকে চিরকাল তরুণ থাকার কথাও বলেছেন। গাভাসকরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআইও (BCCI)।

Latest article