বেঙ্গালুরু, ৩০ সেপ্টেম্বর: কাফা নেশনস কাপে ইরানের বিরুদ্ধে ম্যাচে চোয়ালে গুরুতর চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। ভাঙা চোয়ালে অস্ত্রোপচার করে দ্রুত মাঠে ফিরেছেন সন্দেশ ঝিঙ্গান। তবে নিজের সুরক্ষার কথা ভেবে আগামী দু’মাস মাস্ক পরে খেলবেন সিনিয়র ভারতীয় ডিফেন্ডার। সড়গড় হওয়ার জন্য মাস্ক পরেই অনুশীলন করছেন সন্দেশ।
বুধবার এফসি গোয়ার হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এ তাজিকিস্তানের ক্লাব ইস্তিকলোল এফসি-র বিরুদ্ধে ম্যাচ খেলেই জাতীয় শিবিরে যোগ দেবেন। মাস্ক পরেই বুধবারের এএফসি ম্যাচ খেলবেন সন্দেশ। দেশের জার্সিতে সিঙ্গাপুরের (৯ ও ১৪ অক্টোবর) বিরুদ্ধে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচও খেলবেন মাস্ক পরে। সন্দেশ বলছেন, নিউ নরমালের মতোই মাস্ক পরে শুরুতে অস্বস্তি হয়। অনুশীলনে একটু অসুবিধা হয়েছে। কিন্তু এখন একটা পুরো প্র্যাকটিস সেশন শেষ করতে পারছি কোনও অসুবিধা ছাড়াই। যত বেশি মাস্ক ব্যবহার করব, তত বেশি স্বাচ্ছন্দ্যবোধ করব। কারণ, নিজের সুরক্ষার জন্য আরও দুই-আড়াই মাস আমাকে মাস্ক পরে খেলতে হবে।
আরও পড়ুন-মোহনবাগানকে বহিষ্কার
কোচ খালিদ জামিলের দুশ্চিন্তা কমিয়ে একে একে ফুটবলাররা জাতীয় শিবিরে যোগ দিচ্ছেন। আনোয়ার আলি, নাওরেম মহেশ সিংয়ের পর সুনীল ছেত্রী-সহ বেঙ্গালুরু এফসি-র তিন ফুটবলার সিঙ্গাপুর ম্যাচের শিবিরে যোগ দিয়েছেন। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে অনুশীলন শুরু করেছেন সুনীল, রাহুল ভেকে ও রোশন সিং।