প্রয়াত বিশিষ্ট শিল্পপতি সুনীল কান্তি রায় (এস কে রায়)। রবিবার রাতে কলকাতায় (Kolkata) প্রয়াত হন তিনি (Sunil Kanti Roy)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
শিল্পপতি সুনীলকান্তি রায়ের (Sunil Kanti Roy) মৃত্যুতে শোকবার্তায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) লিখেছেন, “তাঁর প্রয়াণে শিল্প ও বাণিজ্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সুনীলকান্তি রায়ের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
আরও পড়ুন: কবিগুরুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর
দেশের অগ্রগণ্য বাণিজ্যপ্রতিষ্ঠান পিয়ারলেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এস কে রায় ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন-এর ডিরেক্টর বোর্ডের সদস্য ছিলেন। তিনি আর্থিক, বিমা,স্বাস্থ্য, হোটেল, আবাসন, অটোমোবাইল, সিকিউরিটিজ ইত্যাদি ক্ষেত্রে বিশেষ অবদান রেখে গেছেন। বিভিন্ন সমাজ- কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন।