প্রতিবেদন: আইএসএল ফাইনালে মোহনবাগানের কাছে হারের যন্ত্রণা ভুলে বুধবার সুপার কাপে অভিযান শুরু করছে বেঙ্গালুরু এফসি। সামনে আই লিগের দল ইন্টার কাশী। চলতি মরশুমে কোনও ট্রফি জিততে পারেননি সুনীল ছেত্রীরা। ভুবনেশ্বরে সুপার কাপ জিতে বেঙ্গালুরু সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে মরিয়া জেরার্ড জারাগোজার দল।
আরও পড়ুন-অবমাননার আর্জি শুনবে সুপ্রিম কোর্ট
কাশী টিমের ডাগ আউটে থাকবেন না হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। দলের তারকা মিডফিল্ডার জনি কাউকোও নেই। ফলে কাশীর কাছে কঠিন চ্যালেঞ্জ হবে সুনীল, আলবার্তো নগুয়েরাদের থামানো। বেঙ্গালুরু পূর্ণশক্তির দল নিয়ে সুপার কাপে খেলতে এসেছে। মরশুমে ট্রফিহীন বেঙ্গালুরুর লক্ষ্য সুপার কাপ জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করা। ভুবনেশ্বরে ম্যাচের আগের দিন চুটিয়ে প্রস্তুতি সারেন সুনীল, গুরপ্রীতরা। কোনওভাবেই টুর্নামেন্টকে হালকাভাবে নিচ্ছেন না বেঙ্গালুরু কোচ জারাগোজা। বেঙ্গালুরু টিমে চোট সমস্যা রয়েছে। রক্ষণের অন্যতম ভরসা রাহুল ভেকে চোটের কারণে নেই। সম্ভবত টুর্নামেন্টেই খেলতে পারবেন না রাহুল। ভুবনেশ্বরেই আগে সুপার কাপ জিতেছে বেঙ্গালুরু। এবার কলিঙ্গেই ট্রফির খরা কাটাতে চান সুনীলরা।