নয়াদিল্লি, ১০ জুলাই : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। হয়তো আর একটা মরশুম ক্লাবের হয়ে খেলবেন। বেঙ্গালুরু এফসি-র জার্সিতে আসন্ন মরশুমই হয়তো শেষ সুনীল ছেত্রীর। বুটজোড়া তুলে রাখলেও ভারতীয় ফুটবলকে ভাল জায়গায় রাখতে নিজের সবটুকু উজাড় করে দিতে চান প্রাক্তন ভারত অধিনায়ক। তবে এই কাজটা তিনি প্রশাসক হিসেবে করতে চান, নাকি শুধুই প্রাক্তন ফুটবলার হিসেবে, তা খোলসা করেননি সুনীল। কোচিংয়ে আসার যে বিন্দুমাত্র আগ্রহ নেই তা আগেই জানিয়েছেন দেশের হয়ে ৯৪ গোলের মালিক।
আরও পড়ুন-তেলেঙ্গানার হোস্টেলের চাটনিতে জীবন্ত ইঁদুর
বুধবার রাষ্ট্রপতি ভবনে ডুরান্ড কাপের ট্রফি ট্যুরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনীল। দু’বছর আগে তাঁর অধিনায়কত্বেই বেঙ্গালুরু এফসি ডুরান্ড কাপ জিতেছিল। সদ্য জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলা প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘‘আমার কেরিয়ারে অনেক উত্থান-পতন দেখেছি। কিন্তু একদিন আমরা ঠিক সেই স্তরে পৌঁছব যেটা আমরা সবাই স্বপ্ন দেখেছি।’’
সুনীল আরও বলেন, ‘‘যেহেতু আমি জাতীয় দল থেকে অবসর নিয়েছি, তাই আমার পক্ষে বেশি কিছু করা সম্ভব নয়। কিন্তু ভারতীয় ফুটবলকে ভাল জায়গায় পৌঁছে দিতে আমি সব কিছু করব। আমরা অনেক কাজই করেছি। কিন্তু আমরা যে জায়গায় দেশের ফুটবলকে দেখতে চাই, সেখানে পৌঁছনোর জন্য আমাদের আরও অনেক কিছু করতে হবে।’’
আসন্ন মরশুমে বেঙ্গালুরু এফসি-র জার্সিতে আইএসএলে খেলেই হয়তো ক্লাব ফুটবলকেও
বিদায় জানাবেন সুনীল। তারপরই হয়তো নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানাবেন ভারতীয় ফুটবলের শেষ পোস্টার বয়।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…