সুনীলের ঘরের মাঠে আজ কঠিন চ্যালেঞ্জ লাল-হলুদের

বেঙ্গালুরুর ব্যস্ত শহরাঞ্চলের মধ্যিখানে কান্তিরাভা স্টেডিয়াম। ভারতীয় ফুটবলের অনেক উত্থান-পতনের সাক্ষী এই মাঠ।

Must read

বেঙ্গালুরু, ১৩ সেপ্টেম্বর : বেঙ্গালুরুর ব্যস্ত শহরাঞ্চলের মধ্যিখানে কান্তিরাভা স্টেডিয়াম। ভারতীয় ফুটবলের অনেক উত্থান-পতনের সাক্ষী এই মাঠ। শনিবার এখানেই এবারের আইএসএলের প্রথম ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল।
বোঝাই যাচ্ছে অ্যাওয়ে ম্যাচ দিয়ে আইএসএল যাত্রা শুরু করছেন লাল হলুদের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলতে পারলে ভাল হত। কিন্তু সব পরিস্থিতিতে মানিয়ে নিতে হয়। তাঁর দলও সবরকম পরিস্থিতির জন্য তৈরি। কুয়াদ্রাত আরেক ধাপ এগিয়ে এমনও বলছেন যে, তাঁরা তিন পয়েন্টের জন্য মাঠে নামবেন। অর্থাৎ জয় ছাড়া আর কিছু ভাবছেন না।

আরও পড়ুন-শিখিয়ে দেওয়া রাজনৈতিক বুলি, পাল্টা জবাব দিল তৃণমূল কংগ্রেস

গতবছর এই বেঙ্গালুরুর বিরুদ্ধে এগিয়ে থেকেও ১-২ গোলে হেরেছিল ইস্টবেঙ্গল। ভুল পেনাল্টি কি না, বিতর্ক হয়েছিল প্রচুর। কুয়াদ্রাতের দাবি, সেদিন ৩ পয়েন্ট প্রাপ্য ছিল লাল হলুদের। কিন্তু এখন সেসব ভুলে শনিবারের ম্যাচে মনোনিবেশ করছেন। তিনি ম্যাচে শুরু থেকেই ঝাঁপাতে নির্দেশ দিয়েছেন ছেলেদের। এই কান্তিরাভায় পাঁচ বছর কাটিয়েছেন কুয়াদ্রাত। এই মাঠকে তাই খুব ভাল চেনেন। তিনি বোঝেন ঘরের মাঠে সুনীলরা খুব শক্তিশালী। কিন্তু ইস্টবেঙ্গলও প্রস্তুত।
প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল এমন একটি দলের বিরুদ্ধে খেলবে, যাদের সেরা অস্ত্র চল্লিশের দোরগোড়ায় পৌঁছে যাওয়া মহাতারকা সুনীল ছেত্রী। জাতীয় দল থেকে অবসর নিলেও ঘরোয়া ফুটবলে এখনও সমান গুরুত্বপূর্ণ। বেঙ্গালুরু সুনীলের হোম গ্রাউন্ড। এই কান্তিরাভায় প্রচুর ম্যাজিক দেখিয়েছেন। তাঁর দল বেঙ্গালুরু এফসি আজ সেরকমই একটা চমক দেখতে চায়।
কুয়াদ্রাত প্রতিপক্ষ দল নিয়ে বলেছেন, ওরা খুব শক্তিশালী। দলে অনেক ওজনদার ফুটবলার রয়েছে। কিন্তু আমরা জেতার জন্য খেলব। আর আমাদের লক্ষ্য থাকবে পয়েন্ট টেবলে প্রথম ছয়ে থাকা। তাহলে আমরা চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে থাকব। তবে এখনই অতদূর ভাবছি না। আপাতত আমাদের লক্ষ্য হল বেঙ্গালুরু ম্যাচে জয়। আমরা একটা করে ধাপ ধরে এগোতে চাই।

আরও পড়ুন-আড়াই ঘণ্টা পর ছাড়ল বন্দে ভারত, বিক্ষোভে ট্রেনযাত্রীরা

আনোয়ার নিয়ে সমস্যায় রয়েছে লাল-হলুদ। ইস্টবেঙ্গল কোচ বলেছেন, আনোয়ার তাঁর দলের গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু এখন এসব নিয়ে ভেবে লাভ নেই। কারণ গোটা ব্যাপারটা তাঁদের হাতে নেই। নন্দ আগেরদিন প্র্যাকটিস থেকে উঠে গেলেও তাঁকে নিয়ে সমস্যা নেই। লাল-হলুদ কোচের দাবি, ক্লান্তি ছাড়া কোনও সমস্যাই ছিল না।
বেঙ্গালুরু ম্যাচের আগে ইস্টবেঙ্গলকে ভাবাচ্ছে তাদের ডিফেন্স। রোগটা ডুরান্ডে ধরা পড়েছিল। ইস্টবেঙ্গল কোচের অবশ্য দাবি, সুনীলদের সামনে এই ডিফেন্সই কোমর কষে লড়বে। তাঁরা দলের দুর্বল জায়গাগুলোর মেরামতি সেরে ফেলেছেন। ফলে কুয়াদ্রাত মনে করছেন,
গ্রেট সুনীলও শনিবারের ম্যাচে ক্লেটনদের সামনে সুবিধা করতে পারবেন না। ইস্টবেঙ্গল ছেড়ে
দিল হরমনজ্যত খাবরা, এডুইন ভ্যান্সপল এবং ভিপি সুহেরকে।

Latest article