সুনীলের অবসর বার্তা

জাতীয় দলের হয়ে আর খেলতে চান না সুনীল ছেত্রী। কোচ খালিদ জামিলকে তেমনটাই জানিয়েছেন ৪১ বছরের ভারতীয় তারকা স্ট্রাইকার।

Must read

প্রতিবেদন : জাতীয় দলের হয়ে আর খেলতে চান না সুনীল ছেত্রী। কোচ খালিদ জামিলকে তেমনটাই জানিয়েছেন ৪১ বছরের ভারতীয় তারকা স্ট্রাইকার। একইসঙ্গে পেশাদার ফুটবলকে বিদায় জানানোরও ইঙ্গিত দিলেন সুনীল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ভারতের সর্বকালের সেরা গোলদাতা জানিয়েছেন, বেঙ্গালুরু এফসি ২০২৫-২৬ মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হতে না পারলে এটাই তাঁর শেষ মরশুম হবে।

আরও পড়ুন-আঁধারে আইএসএল বিড করল না কেউ, স্থগিত মোহনবাগানের প্রস্তুতি

সুনীল বলেছেন, আমরা আইএসএল জিততে পারলে আরও একবার ক্লাবের জার্সি পরে আন্তর্জাতিক ফুটবল খেলার সুযোগ পাব। এএফসি প্রতিযোগিতায় খেলতে পারব। তবে ৪২ বছর বয়সে আন্তর্জাতিক পর্যায়ে খেলা কঠিন। আমার এখন লক্ষ্য, অবসরের আগে শেষ মরশুমে অন্তত ১৫ গোল করা। সুনীল বলেছেন, ফিরে আসার পর আমার প্রধান লক্ষ্যই ছিল, এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় দলকে সাহায্য করা। তবে আক্ষেপ নেই। যদি কোয়ালিফায়ার না থাকত তাহলে হয়তো ফিরতাম না। কিন্তু আশা পূরণ না হওয়ায় আর জাতীয় দলে খেলতে চাই না। আশা করি, কোচ এটা বুঝবে।

Latest article