প্রতিবেদন : দীর্ঘ ন’মাস পর পৃথিবীতে পা রাখলেন। মাহেন্দ্রক্ষণ বুধবার ভোর ৩টে ২৭ মিনিট। মঙ্গলবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরু করার পর ১৭ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে মহাশূন্য থেকে পৃথিবীর মাধ্যাকর্ষণে প্রবেশ করলেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও বুচ উইলমোর।
মঙ্গলবার ভারতীয় সময় ১০টা ৩৫ মিনিট নাগাদ স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলে মহাকাশ থেকে পৃথিবীর পথে তাঁদের যাত্রা শুরু হয়েছে। বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডা উপকূলে ওশান স্প্ল্যাশডাউন পদ্ধতির মাধ্যমে পৃথিবীর মাটি ছোঁবেন দুই নভোচর। মঙ্গলবার সকাল থেকেই গোটা অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার করছে নাসা। এদিন প্রথমে হ্যাচ ক্লোজিং এবং তারপর সাড়ে ১০টা নাগাদ আনডকিং প্রক্রিয়া শেষ হয়। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর দিকে রওনা দেওয়ার আগেই বার্তা দিয়েছেন সুনীতা (Sunita Williams) ও বুচ। সেই বার্তায় সুনীতা জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই আমরা ফিরে আসছি, তাই আমাকে ছাড়া কোনও পরিকল্পনা করবেন না। আর বেশি সময় নয়, তারপরই আমরা পৌঁছে যাব পৃথিবীতে।
কোন কোন ধাপ পেরিয়ে সুনীতারা পা রাখবেন পৃথিবীতে? ১) মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের আগেই স্পেসশিপ ডানা খুলে ফেলবে। ২) এরপর যানের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে ড্রাগন থেকে। ৩) বায়ুমণ্ডলের তাপ সহ্য করতে (রকেট বার্ন প্রক্রিয়া) মহাকাশযানের মধ্যে থাকার তাপ-ঢাল খুলে যাবে। ৪) পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরই গতি কমিয়ে ফেলবে স্পেসশিপ। ৫) খুলে যাবে চারটি প্যারাসুট। ৬) তাতে ভর করেই যানটি নেমে আসবে পৃথিবীর বুকে, ফ্লোরিডা সমুদ্রে (এটি স্প্ল্যাশডাউন প্রক্রিয়া)। ৭) এই যানকে উদ্ধার করার জন্য থাকবে বিশেষ জাহাজ। তাতে চড়েই উপকূলে ফিরিয়ে আনা হবে সুনীতাদের (Sunita Williams)। ৮) তারপর পৃথিবীর মাটি ছোঁবেন তাঁরা।
আরও পড়ুন: এক দেশ, এক ভোট তো বুঝলাম কিন্তু আসল ছকটা কী!
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…