পৈতৃক ভিটেয় ফিরতে ব্যাকুল সুনীতা, যেতে চান ইসরোতেও

২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে এখন আপাতত নাসার তত্ত্বাবধানে রয়েছেন সুনীতা এবং তাঁর সহ-নভশ্চর বুচ উইলমোর।

Must read

প্রতিবেদন : পেশার খাতিরে যতই মহাকাশ পাড়ি দিক, মন যেন কাঁদে নাড়ির টানে। তাই তো নভশ্চর সুনীতা উইলিয়ামসও পৃথিবীতে ফিরেই ভারতে আসার ইচ্ছে প্রকাশ করলেন। জন্মসূত্রে গুজরাতের বাসিন্দা সুনিতার বাবা দীপক পাণ্ডে। মহেসানা জেলার ঝুলাসন গ্রামে এখনও তাঁর পৈতৃক বাড়িতে থাকেন আত্মীয়রা। তাই দেশে ফিরে নিজের শিকড়ের কাছে যেতে চান তিনি। এমনকী দেখা করতে চান ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরোর মহাকাশ গবেষকদলের সঙ্গেও। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে এখন আপাতত নাসার তত্ত্বাবধানে রয়েছেন সুনীতা এবং তাঁর সহ-নভশ্চর বুচ উইলমোর।

আরও পড়ুন-দিনের কবিতা

পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে যাতে তাঁরা তাল মেলাতে পারেন সেই জন্য নাসার ক্রু-কোয়ার্টারে চলছে তাঁদের স্বাস্থ্যপরীক্ষা এবং অন্য শারীরিক পরীক্ষা-নিরীক্ষা। সুনীতা জানিয়েছেন, আমি বাবার দেশে যাব এবং সেখানকার মানুষজনের সঙ্গে দেখা করব। ভারতের যে মহাকাশ গবেষকেরা ইসরোর আগামী মিশনে কাজ করছেন, তাঁদের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি। তিনি আশাবাদী খুব শীঘ্রই এই গবেষকদের সঙ্গে দেখা করতে পারবেন তিনি এবং নিজের মহাকাশ অভিযানের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবেন।

Latest article