শীঘ্রই মহাকাশ থেকে পৃথিবীর মাটিতে পা রাখছেন সুনীতারা! সুখবর দিল নাসা

Must read

মাসের পর মাস ধরে মহাকাশে আটকে রয়েছে সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং ব্যারি বুচ উইলমোর। এবার তাদের ঘরে ফেরার সুখবর দিল নাসা। আগামী ১২ মার্চ সুনীতাদের নিয়ে পৃথিবীতে ফিরতে পারে স্পেসএক্সের বিশেষ যান। এর আগে জানা গিয়েছিল এপ্রিলের শুরুতে হয়তো তাঁরা ফিরে আসতে পারেন। তবে এ বার সেই সময়কালকে আরও কমপক্ষে ১৪ দিন এগিয়ে আনার পরিকল্পনা মার্কিন মহাকাশ সংস্থার।

গত সপ্তাহেই সুনীতা (Sunita Williams) এবং বুচের মহাকাশে থাকার মেয়াদ ৮ মাস পেরিয়েছে। নাসার তরফে জানানো হয়েছে ১২ মার্চ ক্রিউ ১০ পাঠানো হবে। সেটিতে করেই সুনীতারা পৃথিবীর বুকে ফিরে আসবেন।

আরও পড়ুন- বিশ্বরেকর্ড, একদিনে ৩৪ গলব্লাডার অপারেশন

গত বছরের মে মাসে স্পেস এক্সের রকেটে চেপেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনীতা উইলিয়ামস, বুচ। পৃথিবীতে তাঁদের ফেরার কথা ছিল ২০২৪-এর জুন মাসেই। কিন্তু রকেটে যান্ত্রিক ত্রুটির কারণে তাঁদের ফেরা বিলম্বিত হয়েছে। এবার তাদের ফেরা নিশ্চিত করেছে নাসা।

Latest article