প্রতিবেদন : কাউন্টডাউন শুরু। দীর্ঘ ন’মাস পর অবশেষে ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামসরা (Sunita Williams)। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে রওনা দিয়েছে ক্রু নাইন। ভারতীয় সময় ১০টা ৩৫ মিনিট নাগাদ স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলে মহাকাশ থেকে পৃথিবীর পথে তাঁদের যাত্রা শুরু হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। প্রায় ১৭ ঘণ্টা ধরে যাত্রা করার পর ভারতীয় সময় বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডা উপকূলে ওশান স্প্ল্যাশডাউন পদ্ধতির মাধ্যমে পৃথিবীর মাটি ছোঁবেন দুই নভোচর। মঙ্গলবার সকাল থেকেই গোটা অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার করছে নাসা। এদিন প্রথমে হ্যাচ ক্লোজিং এবং তারপর সাড়ে ১০টা নাগাদ আনডকিং প্রক্রিয়া শেষ হয়। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর দিকে রওনা দেওয়ার আগেই বার্তা দিয়েছেন সুনিতা ও বুচ। সেই বার্তায় সুনিতা জানিয়েছেন, অল্প সময়ের মধ্যেই আমরা ফিরে আসছি, তাই আমাকে ছাড়া কোনও পরিকল্পনা করবেন না। বেশি সময় পেরনোর আগেই আমরা পৌঁছে যাব।
কোন কোন ধাপ পেরিয়ে সুনীতারা (Sunita Williams) পা রাখবেন পৃথিবীতে?
১) মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের আগেই স্পেসশিপ ডানা খুলে ফেলবে। ২) এরপর যানের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে ড্রাগন থেকে। ৩) বায়ুমণ্ডলের তাপ সহ্য করতে (রকেট বার্ন প্রক্রিয়া) মহাকাশযানের মধ্যে থাকার তাপ-ঢাল খুলে যাবে। ৪) পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পরই গতি কমিয়ে ফেলবে স্পেসশিপ। ৫) খুলে যাবে চারটি প্যারাসুট। ৬) তাতে ভর করেই যানটি নেমে আসবে পৃথিবীর বুকে, ফ্লোরিডা সমুদ্রে (এটি স্প্ল্যাশডাউন প্রক্রিয়া)। ৭) এই যানকে উদ্ধার করার জন্য থাকবে বিশেষ জাহাজ। তাতে চড়েই উপকূলে ফিরিয়ে আনা হবে সুনীতাদের। ৮) ১৯ মার্চ বুধবার ভারতীয় সময় ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ পৃথিবীর মাটি ছোঁবেন তাঁরা।
আরও পড়ুন: মোদি-রাজ্যের নতুন কিস্সা, ফ্ল্যাটে উদ্ধার ৯৫ কেজি সোনা ও ৯০ কোটি টাকা