ভারত-অস্ট্রেলিয়া ফাইনালের পক্ষে সানি

ঠিক কী কারণে গাভাসকরের মনে হচ্ছে, রোহিত শর্মা এবং অ্যারন ফিঞ্চের দল এবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে খেলবে তা ব্যাখ্যা করেননি।

Must read

মেলবোর্ন, ১৮ অক্টোবর : অঘটন দিয়ে শুরু হয়েছে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা। দুই প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচেই আইসিসি-র অ্যাসোসিয়েট দেশের কাছে হেরে গিয়েছে। তবে বিশ্বকাপের প্রথম সরকারি প্রস্তুতি ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। ভারত রুদ্ধশ্বাস লড়াইয়ে আয়োজক অস্ট্রেলিয়াকে শেষ ওভারে হারিয়েছে। অন্য ম্যাচে ইংল্যান্ড হারিয়েছে পাকিস্তানকে। প্রথম ওয়ার্ম আপ ম্যাচে ভারতের পারফরম্যান্স দেখে সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি জানিয়ে দিয়েছেন, তাঁর মনে হচ্ছে, টি-২০ বিশ্বকাপ ফাইনালে খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। প্রাক্তন ভারত অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর বাজি এই দু’দলই।

আরও পড়ুন-জীবন বাঁচানো আট বীরকে পুরস্কার মুখ্যমন্ত্রীর

ঠিক কী কারণে গাভাসকরের মনে হচ্ছে, রোহিত শর্মা এবং অ্যারন ফিঞ্চের দল এবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে খেলবে তা ব্যাখ্যা করেননি। তবে বুঝিয়ে দিয়েছেন, তিনি বর্তমান ফর্ম এবং ভারসাম্যের ভিত্তিতেই ভারত-অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন। সানির কথায়, ‘‘এবারের বিশ্বকাপে ভারত অবশ্যই ফাইনাল খেলার দৌড়ে এগিয়ে। আমি রোহিতদেরই ফাইনালে দেখছি। এবং যেহেতেু আমি অস্ট্রেলিয়ায় রয়েছি। তাই আমার বাজি অস্ট্রেলিয়া। ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল চাইছি আমি।’’ শুধু গাভাসকরই নন, অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা টম মুডিও জানিয়ে দিলেন, ফাইনালে তাঁর পছন্দের দল ভারত ও অস্ট্রেলিয়াই। মুডির চার সেমিফাইনালিস্ট ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।

Latest article