দিনে ১৬ বার সূর্যোদয়?

কবে ফিরছেন মহাকাশচারী শুভাংশু শুক্লারা? নাসা (NASA) জানিয়েছে, সব ঠিকঠাক থাকলে ১৪ জুলাই ‘আনডক’ করবে অ্যাক্সিয়ম ৪।

Must read

প্রতিবেদন: কবে ফিরছেন মহাকাশচারী শুভাংশু শুক্লারা? নাসা (NASA) জানিয়েছে, সব ঠিকঠাক থাকলে ১৪ জুলাই ‘আনডক’ করবে অ্যাক্সিয়ম ৪। আপাতত লক্ষ্য সেটাই। তবে পুরোটাই নির্ভর করবে পরিস্থিতির উপর। কিন্তু মহাকাশে গবেষণা এগোল কতদূর? দিনে নাকি ১৬ বার সূর্য ওঠে মহাকাশ স্টেশনে! এও কি সম্ভব?

আরও পড়ুন-মহারাষ্ট্রে মন্ত্রীর বাড়িতে নগদ টাকার ভিডিও ঘিরে তোলপাড়

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দু’সপ্তাহ কাটিয়ে এমনই এক তথ্য সম্পর্কে অবগত হয়েছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা-সহ বাকি বিজ্ঞানীরা। পৃথিবীপৃষ্ঠ থেকে ৪০৩ কিলোমিটার উপরে আইএসএসে বসে নাকি প্রতিদিন ১৬ বার করে সূর্যোদয় দেখা যায়! ক্যাপ্টেন শুক্লা ছাড়াও ক্রু-কমান্ডার পেগি হুইটসন, মিশন বিশেষজ্ঞ স্লাওস উজানস্কি-উইজনিউস্কি এবং টিবর কাপুও মহাকাশে মোট দু’সপ্তাহে মোট ২৩০ বার সূর্য উঠতে দেখেছেন।

Latest article