চেন্নাই, ২০ এপ্রিল : সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে চেন্নাই সুপার কিংসের জন্য সুখবর। চোট সারিয়ে মাঠে নামার জন্য ফিট বেন স্টোকস। ইংরেজ অলরাউন্ডার চলতি আইপিএলে প্রথম দু’টি ম্যাচ খেলার পরেই গোড়ালিতে চোট পেয়েছিলেন। তাই শেষ তিনটে ম্যাচে মাঠে নামতে পারেননি। যদিও চেন্নাই শিবিরের খবর, গত কয়েকটা দিন ধরেই তিনি সতীর্থদের সঙ্গে পাল্লা দিয়ে নেট করেছেন। ফলে শুক্রবারের ম্যাচে স্টোকসের খেলার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে ডাগআউটে বসবেন ডোয়েন প্রিটোরিয়াস।
আরও পড়ুন-মারাদোনার মৃত্যুরহস্য, আটজনকে জেরা
চেন্নাই যেখানে শেষ ম্যাচে আরসিবির বিরুদ্ধে জয় পেয়েছে। সেখানে শেষ ম্যাচে মুম্বইয়ের কাছে হেরেছে। পরিসংখ্যান বলছে, সানরাইজার্সের বিরুদ্ধে শেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে চেন্নাই। তার উপরে ঘরের মাঠে ম্যাচ। স্বাভাবিকভাবেই শুক্রবার ফেভারিট হিসেবে মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোং। চেন্নাইয়ের দুই টপ অর্ডার ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে দারুণ ফর্মে। ভরসা দিচ্ছেন শিবম দুবেও। আগের ম্যাচেই ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। বোলিংয়ে রবীন্দ্র জাদেজার পাশাপাশি নজর কাড়ছেন পেসার তুষার দেশপাণ্ডে, মইন আলিরা।
আরও পড়ুন-মোহনবাগানের নজরে এএফসি কাপ, কোচ নিয়ে ধোঁয়াশা অব্যাহত ইস্টবেঙ্গলে
সানরাইজার্সের ব্যাটিং পুরোপুরি হ্যারি ব্রুক ও মার্ক এইডেনের উপর নির্ভরশীল। তবে কেকেআরের বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি হাঁকালেও, বাকি ম্যাচে রান পাননি ব্রুক। পাশাপাশি সানরাইজার্সের মিডল অর্ডার ব্যাটাররা এখনও পর্যন্ত প্রত্যাশাপূরণে পুরোপুরি ব্যর্থ। যা চিন্তায় রাখছে কোচ ব্রায়ান লারাকে। কিন্তু স্পিডস্টার উমরান মালিক এখনও পর্যন্ত নজর কাড়তে ব্যর্থ। শুক্রবারের ম্যাচে ব্যাটাররা কেমন পারফরম্যান্স করেন, তার উপরেই সানরাইজার্সের ভাগ্য অনেকটাই নির্ভর করছে।