শেষ বলে জয় হায়দরাবাদের

সানরাইজার্স হায়দরাবাদ ২০১/৩ (২০ ওভার) রাজস্থান রয়্যালস ২০০/৭ (২০ ওভার)

Must read

হায়দরাবাদ, ২ মে : রাজস্থান রয়্যালসের (Sunrisers Hyderabad- Rajasthan Royals) জয়রথ থামিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। বৃহস্পতিবার টানটান উত্তেজনার মধ্যে ১ রানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল তারা। শেষ বলে জেতার জন্য ২ রান করতে হত রাজস্থানকে। কিন্তু ভুবনেশ্বর কুমারের বলে লেগ বিফোর উইকেট হয়ে যান রোভমান পাওয়েল (১৫ বলে ২৭ রান)।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুটা ভাল হয়নি হায়দরাবাদের (Sunrisers Hyderabad- Rajasthan Royals)। স্কোরবোর্ডে ৩৫ রান উঠতে না উঠতেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন অভিষেক শর্মা (১২) এবং আনমোলপ্রীত সিং (৫)। যদিও ওই পরিস্থিতি থেকে দলকে টেনে তোলেন ট্র্যাভিস হেড ও নীতীশ কুমার রেড্ডি। দু’জনে মিলে তৃতীয় উইকেটে ৫৭ বলে ৯৬ রান যোগ করার পর, ব্যক্তিগত ৫৭ রানে (৪৪ বল) আউট হন হেড।

আরও পড়ুন- মাধ্যমিকের ফলপ্রকাশের পর পড়ুয়াদের শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

তবে ব্যাট হাতে ঝোড়ো ব্যাটিং চালিয়ে গেলেন নীতীশ। তাঁকে দারুণ সঙ্গ দিলেন হেনরিখ ক্লাসেন। দু’জনে মিলে দলের রানকে দুশোর গণ্ডি পার করিয়ে দেন। নীতীশ ৪২ বলে ৭৬ এবং ক্লাসেন ১৯ বলে ৪২ করে অপরাজিত থেকে যান। অসমাপ্ত চতুর্থ উইকেটে দু’জনে মাত্র ৩২ বলে ৭০ রান যোগ করেন!
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই জস বাটলার (০) ও অধিনায়ক সঞ্জু স্যামসনের (০) উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল রাজস্থান। দুটি উইকেটই নেন ভুবনেশ্বর কুমার। যদিও তৃতীয় উইকেটে ৭৮ বলে ১৩৪ রান যোগ করে দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন যশস্বী জয়সওয়াল ও রিয়ান পরাগ। সেই সময় মনে হয়েছিল ম্যাচটা হাসতে হাসতে জিতবে রাজস্থান। কিন্তু ৪০ বলে ৬৭ করে যশস্বী আউট হতেই বিপর্যয় নামে। দু’ওভার পরেই ৪৯ বলে ৭৭ করে আউট রিয়ান। এরপর একে একে প্যাভিলিয়নে ফেরেন শিমরন হেটমেয়ার (১৩) ও ধ্রুব জুরেল (১)।
তবে আশা বাঁচিয়ে রেখেছিলেন পাওয়েল। শেষ ওভারে দরকার ছিল ১৩ রান। কিন্তু ১১ রানের বেশি ওঠেনি। ৪১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা ভুবনেশ্বর কুমার।

Latest article