ঈশান ঝড়ে আরসিবি মাত

 সানরাইজার্স হায়দরাবাদ ২৩১/৬ (২০ ওভার) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৮৯ (১৯.৫ ওভার)

Must read

লখনউ, ২৩ মে : আগের দিন যেতে যেতে গুজরাট টাইটান্সকে ধাক্কা দিয়েছিল লখনউ সুপার জয়ান্টস। শুক্রবার একই কাজ করল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers hyderabad)। তারা ৪২ রানে হারাল আরসিবিকে।
ঈশান কিশানের ৯৪ নট আউটে ভর করে ২৩১/৬ করেছিল সানরাইজার্স (Sunrisers hyderabad)। জবাবে ঝোড়ো শুরু করে সাত ওভারে ৮০ তুলে ফেলে আরসিবি। কিন্তু শেষরক্ষা হয়নি। ১৯.৫ ওভারে তারা ১৮৯-এর বেশি এগোতে পারেনি। ফিল সল্ট ৩২ বলে ৬২। বিরাট কোহলির অবদান ২৫ বলে ৪৩। এরপর তাঁদের ইনিংসে আর কেউ রান পাননি। একসময় মনে হচ্ছিল আরসিবি জিতবে। শেষদিকে ঈশান মালিঙ্গা এক ওভারে ২ উইকেট নিয়ে বিপক্ষের দৌড় থামিয়ে দেন।

আরও পড়ুন-জেলার উন্নয়নে গতি আনতে বিশেষ বৈঠক

রজত পাতিদারকে ইমপ্যাক্ট সাব করে আরসিবি টসে পাঠিয়েছিল জিতেশ শর্মাকে। তিনি সানরাইজার্সকে আগে ব্যাট করতে দেন। তবে সানরাইজার্স বিনা উইকেটে পঞ্চাশ পার করে দেওয়ার পর মনে হচ্ছিল বিরাটদের জন্য কঠিন চ্যালেঞ্জ আসছে। শেষপর্যন্ত তারা বড় রানই করেছে। ২০ ওভারে সানরাইজার্স তোলে ২৩১/৬। ওপেনার অভিষেক শর্মা ৩৪ রান করেছেন। কোভিডের পর মাঠে ফিরে ট্রাভিস হেড করেন ১৭ রান। তবে সানরাইজার্সের ইনিংসে বিশাল অবদান ঈশান কিশানের। তিনি ৪৮ বলে ঝড় তুলে ৯৪ রান করেছেন। সাতটি চার ও পাঁচ ছক্কার এই ইনিংসে ঈশান নট আউট থেকে যান। ইংল্যান্ডে এ দলের সঙ্গে যাচ্ছেন। তার আগে এই রান ঈশানকে আত্মবিশ্বাস জোগাবে। আরসিবি বোলারদের মধ্যে দুটি উইকেট রোমারিও শেফার্ডের।

Latest article