প্রতিবেদন : জয়নগরে তৃণমূল অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করের ঘটনায় ধৃত শাহরুল শেখকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বারুইপুর আদালত। শাহরুলকে জেরা করে বেশ কিছু নাম উঠে এসেছে। পুলিশ তল্লাশি চালিয়ে যাচ্ছে। নিরাপত্তার কারণে গতকাল গ্রেফতার করার পর জয়নগর থানার পুলিশ বারুইপুর থানায় রাখে। মঙ্গলবার সেখান থেকে বের করে শাহরুলকে আদালতে পেশ করা হলে জয়নগর থানার পক্ষ থেকে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। অভিযুক্তের পক্ষে কেউ আইনজীবী ছিল না। ধৃতের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃত যুবকের বিরুদ্ধে খুন ও আগ্নেয়াস্ত্র রাখার আইনে মামলা হয়।
আরও পড়ুন-দিনের কবিতা
শাহরুলকে জনতা ধরে ফেললেও তার বাকি সঙ্গীদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। তৃণমূলের অঞ্চল সভাপতি সইফুদ্দিনকে মারার জন্য ভাড়াটে খুনিদের ১ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল। একথা জেরায় জানিয়েছে শাহরুল। কিন্তু কে বা কারা দিল এই প্রশ্নের উত্তর এখনও পায়নি পুলিশ। জানা গিয়েছে খুনের আগে রীতিমতো রেইকি করে সইফুদ্দিনকে খুনের সময় ও জায়গা ঠিক করে সুপারি কিলাররা। সিপিএমের মদতেই যে এই খুনের ঘটনা ঘটেছে এ-বিষয়ে নিশ্চিত সকলে। তবে ঘটনায় জড়িতরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে। আটচল্লিশ ঘণ্টা কেটে যাওয়ার পরেও গোটা এলাকা থমথমে হয়ে আছে। রয়েছে পুলিশ পোস্টিং।