সুপারকে সরিয়ে দেওয়া হল

এরপর পরিদর্শনকারী দলের তরফে রিপোর্ট জমা দেওয়া হয় স্বাস্থ্য দফতরে। সেই রিপোর্টে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছিল।

Must read

প্রতিবেদন : শোকজের উত্তরে সন্তুষ্ট নয় স্বাস্থ্যভবন। একটানা ১২ বছর সুপার পদে থাকা গণেশ প্রসাদকে সরিয়ে দেওয়া হল। পাভলভের সুপারের কাজ সামলাবেন ন্যাশনাল মেডিক্যালের সুপার অর্ঘ্য মৈত্র। যদিও হাসপাতালের অব্যবস্থা নিয়ে স্বাস্থ্য ভবনের তলব করা সুপারের জবাবে সন্তুষ্ট নয় স্বাস্থ্য দফতর। মঙ্গলবার পাভলভ মানসিক হাসপাতালের সুপার গণেশ প্রসাদ সশরীরে স্বাস্থ্য ভবনে গিয়ে তাঁর দুপাতার রিপোর্ট জমা দিয়েছেন।

আরও পড়ুন-রোনাল্ডোর ১৬ কোটির শখের গাড়ি দুর্ঘটনায়

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, পাভলভ হাসপাতাল সম্পর্কে যা যা জানতে চাওয়া হয়েছিল, তার যথাযথ ব্যাখ্যা সুপার শোকজের জবাবে দিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, পাভলভ হাসপাতালের পরিস্থিতি নিয়ে বৈঠক হয়েছে। যথাযথ পদক্ষেপ করা হচ্ছে। দিন দুয়েক পর আরও একটি বৈঠক হবে। প্রয়োজনে আবারও সুপারকে ডাকা হতে পারে। মানসিক সমস্যার চিকিৎসার জন্য রজ্যের প্রথম সারির হাসপাতাল পাভলভে অব্যবস্থার অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগে হাসপাতাল সুপারকে শোকজ করেছিল স্বাস্থ্য দফতর। গত এপ্রিল ও মে মাসে দু’দফায় পাভলভ হাসপাতাল পরিদর্শন হয়।

আরও পড়ুন-লেস্টারে কাজ শুরু দ্রাবিড়ের

এরপর পরিদর্শনকারী দলের তরফে রিপোর্ট জমা দেওয়া হয় স্বাস্থ্য দফতরে। সেই রিপোর্টে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছিল। হাসপাতালে অব্যবস্থা-সহ একাধিক বিষয়ে অভিযোগ তোলা হয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে পাভলভ হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে শোকজ করেছিল স্বাস্থ্য দফতর। সোমবার আরও একবার পাভলভ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য ভবনের ‘মেন্টাল হেলথ’ বিভাগের আধিকারিকরা।

Latest article