সংবাদদাতা, কোচবিহার : পুলিশ সুপারের দায়িত্ব নিয়ে বাংলাদেশ সীমান্ত এলাকায় গেলেন কোচবিহারের নতুন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। আজ প্রথমে তিনি যান দিনহাটা থানায়। থানে পুলিশ আধিকারিকরা তাকে স্বাগত জানান। দিনহাটা এলাকার আইনি পরিস্থিতি নিয়ে খোঁজ নেন পুলিশ সুপার।
আরও পড়ুন-উত্তরবঙ্গ মেডিক্যালে হার্ট ও নিউরোর অত্যাধুনিক চিকিৎসা, ১০০ কোটি ব্যয়ে ক্যানসার হাসপাতাল
এরপর বাংলাদেশ সীমান্ত এলাকার জন্য রওনা হয়েছিলেন পুলিশ সুপার। দিনহাটার সাহেবগঞ্জের ভারত- বাংলাদেশ সীমান্তের ছিন্নমস্তা পুজোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে গিয়েছিলেন কোচবিহারের নতুন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। পুলিশ সুপার জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হবে। সীমান্তরক্ষীদের সঙ্গেও কথা বলেছি। সাহেবগঞ্জের কাঁটাতার লাগোয়া মহাশ্মশানে ছিন্নমস্তার পুজো যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই বিষয়টি নিয়েও কথা বলেন তিনি।