টরন্টো : কাতার বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই জোরালো হচ্ছে জল্পনা। কোন দল চ্যাম্পিয়ন হবে, সোনার বল ও বুট জিতবেন কোন কোন ফুটবলার, এসব নিয়ে চর্চা তুঙ্গে। বাজির দরে এগিয়ে ব্রাজিল ও ফ্রান্স। যদিও কানাডার এক সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কাতার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও পর্তুগাল! আর খেতাবি লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে টেক্কা দিয়ে কাপ জিতবেন লিওনেল মেসি (Footballer Lionel Messi)।
আরও পড়ুন-পারথে ফিরল ভারতীয় দল, এবার বাউন্সি উইকেটে পরীক্ষা সূর্যদের, রোহিতদের সামনে রাবাডার চ্যালেঞ্জ
বিশ্বকাপ নিয়ে প্রযুক্তির ভবিষ্যদ্বাণী এই প্রথম নয়। প্রতিবারই এটা ঘটে থাকে। এবার যেমন কানাডার এক গবেষণা প্রতিষ্ঠান বিসিএ-এর সুপার কম্পিউটার গত কুড়ি বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, আগামী ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে পরস্পরের মুখোমুখি হবেন আধুনিক ফুটবলের দুই মহাতারকা মেসি (Footballer Lionel Messi) ও রোনাল্ডো। আর পেনাল্টি শুটআউটে পর্তুগালকে হারিয়ে কাপ জিতবে আর্জেন্টিনা। মজার বিষয়, এই গবেষণায় গত পাঁচটি বিশ্বকাপের সবক’টি ম্যাচের পাশাপাশি ফিফা ভিডিও গেমসের তথ্যকেও গুরুত্ব দেওয়া হয়েছে। কেন পেনাল্টি শুটআউটে আর্জেন্টিনা জিতবে, তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে। জানানো হয়েছে, বিশ্বকাপে এখনও পর্যন্ত আর্জেন্টিনা পাঁচবার টাইব্রেকারের মুখোমুখি হয়ে চারটিতেই জিতেছে।