সুপারমম শেলিই দ্রুততমা অ্যাথলিট

Must read

ইউজিন, ১৮ জুলাই : বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গত কয়েক বছর ধরেই মূল লড়াইটা হয় আমেরিকা এবং জামাইকার মধ্যে। ইউজিন শহরে এবারের প্রতিযোগিতাতেও সেই ছবিটা দেখা যাচ্ছে। সমানে সমানে টক্কর চলছে দুই দেশের অ্যাথলিটদের মধ্যে। পুরুষদের ১০০ মিটারের তিনটি পদকই আমেরিকা ঘরে তোলার ২৪ ঘণ্টার মধ্যে মহিলাদের ১০০ মিটারের তিনটি পদক জিতে নিল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশটি। জামাইকার শেলি অ্যান ফ্রেজার প্রাইস (Supermom Shelly-Ann Fraser-Pryce) আরও এক বার ইতিহাসে নাম তুলে ফেললেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়ে আবারও সোনা জিতলেন তিনি (Supermom Shelly-Ann Fraser-Pryce)। এই নিয়ে পাঁচ বার বিশ্বের দ্রুততমা অ্যাথলিটের খেতাব জিতলেন ফ্রেজার। এক সন্তানের মা ৩৫ বছরের কিংবদন্তি দৌড়বিদ ১০০ মিটারে সোনা জিতলেন ১০.৬৭ সেকেন্ড সময় করে। দ্বিতীয় শেরিকা জ্যাকসন সময় নিলেন ১০.৭৩ সেকেন্ড। আর থম্পসন হেরাদ ১০.৮১ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ জিতলেন।

আরও পড়ুন: নজরে দুই প্রধান, লিগের বৈঠক আজ

Latest article