বড় ভরসা শস্যবিমা, পূর্ব বর্ধমানে ফসলের ক্ষতি

এপ্রিলের শেষ সপ্তাহে টানা ঝড়জল-শিলাবৃষ্টিতে রাজ্যের ‘শস্যগোলা’ পূর্ব বর্ধমান জেলার ফসলের দফারফা।

Must read

সংবাদদাতা, কাটোয়া : এপ্রিলের শেষ সপ্তাহে টানা ঝড়জল-শিলাবৃষ্টিতে রাজ্যের ‘শস্যগোলা’ পূর্ব বর্ধমান জেলার ফসলের দফারফা। ক্ষয়ক্ষতি হয়েছে মূলত বোরো ধান, পাট, তিল ও সবজিতে। ক্ষতির মাত্রা বাড়িয়েছে শিলাবৃষ্টি। বিস্তীর্ণ এলাকা জুড়ে পাটগাছের মাথা ভেঙেছে। ধান ঝরে পড়েছে। এখনও বহু জায়গায় ধান ও পাটের খেত জলের তলায়। আনাজের মাচা ভেঙেছে। ফসলের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বেরিয়েছেন বিপর্যয় মোকাবিলা দফতর ও কৃষি দফতরের আধিকারিকরা। কয়েকদিন ধরে জেলা জুড়ে ঘুরে তথ্য সংগ্রহ করেছেন।

আরও পড়ুন-শনি-রবির মেট্রো পরিষেবা এক মাস ব্যাহত

জেলার মধ্যে ফসলের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মন্তেশ্বর, পূর্বস্থলী ও গলসির ২টি ব্লকের ১১৪টি মৌজায়। এছাড়াও ক্ষতি হয়েছে কাটোয়া, কেতুগ্রাম ও কালনার ২টি ব্লক, মঙ্গলকোট ও পূর্বস্থলী ১নং ব্লকের ৬৬টি পঞ্চায়েতের ৬০৬টি মৌজার চাষ। সবমিলিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ২৩,১৯০ জন। তবে একটাই ভরসা শস্যবিমা। যেসব কৃষকের শস্যবিমা করানো আছে, রাজ্য সরকার তাঁদের ফসলের ক্ষতিপূরণ দেয়। শস্যবিমার প্রিমিয়ামও যেহেতু রাজ্য সরকার মেটায়, তাই কৃষকেরা এখন নিশ্চিন্তে চাষ করতে পারছেন।

Latest article