প্রতিবেদন : মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রায় ৫০ হাজার কর্মী-সমর্থক ধর্মতলায় শহিদ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। প্রায় ৬০০ বাস ভাড়া করা হয়েছিল। ঝাড়গ্রাম থেকেও এসেছিলেন ২০ হাজার। কিন্তু জেলা নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল, ফেলো কড়ি মাখো তেল। কলকাতায় যেতে গেলে নিজের পয়সায় যেতে হবে। বহু কর্মী ট্রেনেও গিয়েছেন, নিজেদের উদ্যোগে।
আরও পড়ুন-বৃষ্টি-প্রার্থনায় ব্যাঙের বিয়ে হল কাটোয়ায়
পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি সুজয় হাজরা ও ঝাড়গ্রামের জেলা সভাপতি দেবনাথ হাঁসদা জানিয়েছেন, কর্মীরা নিজেরাই উদ্যোগ নিয়ে বাসভাড়া করেছেন। কারও কাছে হাত পাতা হয়নি। সমর্থকেরাও চাঁদা দিয়েছেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছিলেন, একুশে জুলাই নিয়ে কোনওভাবেই চাঁদা তোলা যাবে না, করা যাবে না জুলুমবাজিও। সেই অনুযায়ীই জেলা নেতৃত্বের এই সিদ্ধান্ত।