‘থালা’র টানে স্টেশনেই রাত কাটল সমর্থকদের

খেলা পরের দিনে গড়াচ্ছে, এই ঘোষণা সমর্থকদের অনেকের কাছেই বড় ধাক্কা ছিল। বিশেষ করে চেন্নাই সমর্থকদের কাছে।

Must read

আমেদাবাদ, ২৯ মে : আইপিএলের ইতিহাসে এই প্রথম ফাইনাল গড়াল রিজার্ভ ডে-তে। ২৮ মে রাত এগারোটা নাগাদ সরকারিভাবে ঘোষিত হয় যে, ফাইনাল গড়াচ্ছে রিজার্ভ ডে-তে। কিন্তু আরও একদিন আমেদাবাদে কাটানোর মতো পকেটের অবস্থা ছিল না অনেকের। ফলে সিএসকে সমর্থকদের কেউ কেউ রবিবার রাত কাটিয়েছেন কাছাকাছি স্টেশনে।

আরও পড়ুন-ধোনি কি সারাজীবন খেলবে, প্রশ্ন কপিলের

একই টিকিটে রিজার্ভ ডে-তে খেলা দেখা যাবে বলে জানিয়েছিল আইপিএল কর্তৃপক্ষ। তারা ঘোষণায় বলেছিল, টিকিট নিজেদের কাছে সুরক্ষিত রাখুন। কিন্তু আরও একটা বাড়তি দিন মোতেরায় কাটানো মানে বাড়তি খরচ। তবু ‘থালা’ ধোনিকে ছেড়ে চেন্নাইয়ে ফিরে যাননি সিএসকে ভক্তরা। অনেকেই তাই কাছের স্টেশনে রাত কাটিয়েছেন।
গণমাধ্যমে সিএসকে সমর্থকদের স্টেশনে রাত কাটানোর বহু ছবি পোস্ট হয়েছে। একজন লিখেছেন, ‘এখন রাত তিনটে। আমি আমেদাবাদ স্টেশনে গিয়েছিলাম। সিএসকের জার্সি গায়ে অনেককে দেখতে পেলাম। এদের মধ্যে কয়েকজন জেগে ছিলেন। ওদের জিগ্যেস করলাম, তোমরা কী করছ? ওরা জবাবে বলল, আমরা শুধু ধোনিকে দেখতে এসেছিলাম’।

আরও পড়ুন-বাতিলের আগেই ২০০০-এর নোটে না

আরেকজন পোস্ট করেছেন, ‘অনেক ফ্যানকে রেলওয়ে স্টেশনে শুয়ে থাকতে দেখলাম। আইপিএল ফাইনাল পিছিয়ে যাওয়াতেই এই অবস্থা। ওদের দেখে খারাপ লাগছিল! ওরা একজনকেই দেখতে এতদূরে এসেছিল। রবিবারই রাতে ফেরার টিকিট ছিল ওদের। কিন্তু অনেকেই থেকে গেল সোমবার খেলা দেখবে বলে’।

আরও পড়ুন-বনসহায়ক নিয়োগে মামলার অনুমতি

খেলা পরের দিনে গড়াচ্ছে, এই ঘোষণা সমর্থকদের অনেকের কাছেই বড় ধাক্কা ছিল। বিশেষ করে চেন্নাই সমর্থকদের কাছে। যেহেতু তারা অনেক দুর থেকে প্রিয় দল ও প্রিয় ক্রিকেটারের পাশে থাকতে আমেদাবাদে এসেছিলেন। শেষপর্যন্ত এদের অনেককে রাতে স্টেশনে কাটাতে হয়েছে।

Latest article