কোভিশিল্ডের সাইড এফেক্ট! মামলা শুনবে সুপ্রিম কোর্ট

Must read

কোভিশিল্ডের (Covishield) পার্শ্বপ্রতিক্রিয়ায় কতখানি ক্ষতি হতে পারে, তা জানতে উদগ্রীব সকলেই। এই ভ্যাকসিনের সাইড এফেক্ট নিয়ে গোটা দেশে শুরু হয়েছে শোরগোল। এই পরিস্থিতিতে কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত মামলা শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। তবে কবে শুনানি হবে তা নিয়ে কিছু জানায়নি দেশের সর্বোচ্চ আদালত।

কোভিশিল্ডের (Covishield) সাইড এফেক্ট নিয়ে আইনজীবী বিশাল তিওয়ারি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। তাঁর দাবি, কোভিশিল্ডের সাইড এফেক্ট সংক্রান্ত ঝুঁকির দিকটির মূল্যায়ন হোক। এই প্রসঙ্গে বিশেষজ্ঞদের একটি প্যানেল তৈরিরও দাবি করেন তিনি। শুধু তাই নয়, এই মামলায় দাবি করা হয়, যাঁরা এই ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়েছেন বা মারা গিয়েছেন বলে দাবি, তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এই বিষয়েও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেনছেন আইনজীবী তিওয়ারি। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মামলাটি শুনতে রাজি হয়েছেন।

আরও পড়ুন: চারধাম যাত্রার আগে দাবানলে বিধ্বস্ত উত্তরাখণ্ড, বাড়ছে মৃতের সংখ্যা

অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে, এই টিকা যাঁরা নিয়েছেন তাঁদের মধ্যে থ্রম্বোসিস বা রক্ত জমাট বাঁধার লক্ষণ দেখা দিতে পারে। এরই মাঝে উদ্বেগজনক রিপোর্ট পেশ করেছে অসম মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ অনুমোদিত মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ল্যাবরেটরিতে হওয়া এই গবেষণা জানিয়েছে, কোভিশিল্ড প্রাপকদের ৫৫ শতংশই পার্শ্বপ্রতিক্রিয়ার স্বীকার হয়েছেন।

Latest article