নয়াদিল্লি : দীপাবলির সময় দিল্লি-ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন বা এনসিআর এলাকায় সবুজ বাজি বিক্রি ও ব্যবহারের অনুমতি দিল সুপ্রিম কোর্ট (Supreme Court_green firecrackers)। বুধবার আদালত দীপাবলির দিন এবং তার আগের দিন এই ধরনের বাজি পোড়ানো ও কেনাবেচার অনুমতি দিয়েছে। প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ ভারসাম্যপূর্ণ পদ্ধতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলে, পরিবেশের সঙ্গে আপস না করে পরিমিতভাবে এর অনুমতি দেওয়া হল। আদালত ১৮ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে, এটিকে একটি অস্থায়ী ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে আতশবাজি প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন, যাঁরা পূর্ববর্তী আদালতের আদেশের কারণে অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছিলেন। তবে আদালত (Supreme Court_green firecrackers) স্পষ্ট করে দিয়েছে যে, সবুজ বাজির ব্যবহার যেন পরিবেশগত উদ্বেগের সঙ্গে আপস না করে। প্রধান বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন যে টহলদারি দল নিয়মিত সবুজ বাজি প্রস্তুতকারকদের পরীক্ষা করবে, সবুজ বাজির কিউআর কোডগুলি অবশ্যই সরকারি ওয়েবসাইটে আপলোড করতে হবে, বাইরের অঞ্চল থেকে কোনও বাজি এনসিআর এলাকায় আনা যাবে না এবং নকল বাজি বিক্রেতা প্রস্তুতকারকদের লাইসেন্স বাতিল করা হবে। সবুজ বাজি হল প্রচলিত আতশবাজির একটি কম-নির্গমন বিকল্প। এগুলি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ– ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট দ্বারা নির্ধারিত বৈজ্ঞানিক মান ব্যবহার করে তৈরি করা হয়েছে। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া দিতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এক্স হ্যান্ডলে লেখেন, দিল্লি সরকারের বিশেষ অনুরোধে রাজধানীতে সবুজ বাজি পোড়ানোর অনুমতি দেওয়ায় আমরা সুপ্রিম কোর্টের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই সিদ্ধান্ত দীপাবলির মতো পবিত্র উৎসবে সাধারণ মানুষের আবেগ ও উদ্দীপনাকে সম্মান জানিয়েছে, পাশাপাশি পরিবেশ সুরক্ষার প্রতিও একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করেছে। সুপ্রিম কোর্টের বেঞ্চ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড (সিপিসিবি) এবং এনসিআর-এর রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ডগুলিকে (পিসিবি) ১৮ অক্টোবর থেকে দীপাবলি পর্যন্ত রাজধানীতে বাতাসের গুণমান পর্যবেক্ষণ করতে এবং সে-সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিতে বলেছে।
আরও পড়ুন- হরিয়ানায় ২ পুলিশের আত্মহত্যার পিছনে রয়েছে বড় গ্যাংস্টার? চাঞ্চল্য