রাজ্যপালের কাজে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

উপাচার্য নিয়োগ মামলায় তীব্র ভর্ৎসনার মুখোমুখি হলেন রাজ্যপালের আইনজীবী।

Must read

প্রতিবেদন : উপাচার্য নিয়োগ মামলায় তীব্র ভর্ৎসনার মুখোমুখি হলেন রাজ্যপালের আইনজীবী। আলোচনার পরামর্শ দেওয়া সত্ত্বেও তিনপক্ষ একসঙ্গে বসে তালিকা তৈরি না করায় ক্ষুব্ধ বিচারপতি দীপঙ্কর দত্ত। তাঁর স্পষ্ট নির্দেশ, তিন পক্ষকেই এবার একসঙ্গে বসে তালিকা তৈরি করতে হবে। রাজ্যের আইনজীবী স্পষ্ট ভাষায় জানান, ২ নভেম্বর মুখ্যমন্ত্রী রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। তারপরেও সমস্যার সমাধান হয়নি। উল্টে রাজ্যপাল বলেছিলেন, আদালতের লিখিত নির্দেশ কোথায়?

আরও পড়ুন-দিনের বেলায় ডাক্তার, রাতে মৃৎশিল্পী ভদ্রেশ্বরের বিপ্লবেন্দু

একথা শুনে বিচারপতি দত্ত বলেন, আগের শুনানিতেই বিচারপতি সূর্যকান্ত আলোচনা করে সমস্যা মেটাতে বলেন। তারপরেও নির্দেশ প্রয়োজন? পর্যবেক্ষণের গুরুত্ব নেই? আদালত কি তাহলে নির্দেশ জারি করবে? এরপরই দুই বিচারপতি নির্দেশ দেন রাজ্য, রাজ্যপাল ও ইউজিসি প্রতিনিধিরা বসে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি তৈরি করবে। ১ ডিসেম্বর পরবর্তী শুনানি।

Latest article