হিমাচলের পরিবেশ, উদ্বেগে শীর্ষ আদালত

Must read

প্রতিবেদন: পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের মতে, সেদিন আর বেশি দূরে নয় যেদিন ভারতের মানচিত্র থেকেই মুছে যাবে গোটা হিমাচল প্রদেশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, শীর্ষ আদালতের এমন উদ্বেগের নেপথ্যে কারণটা কী? কারণটা আসলে পরিবেশ। আশঙ্কাজনকভাবে বিঘ্নিত হচ্ছে পরিবেশের ভারসাম্য। জলবায়ুর পরিবর্তন মারাত্মকভাবে প্রভাব ফেলছে পাহাড়-জঙ্গলে। অপরিকল্পিত নির্মাণ চলছে বনাঞ্চল ধ্বংস করে। সেইসঙ্গে ভূমিধসের বিভীষিকা তো আছেই। শীর্ষ আদালতের (Supreme Court) এই উদ্বেগপ্রকাশ একটি মামলাকে কেন্দ্র করে। পরিবেশ রক্ষার লক্ষ্যে রাজ্যের কিছু এলাকাকে গ্রিন এরিয়া বলে ঘোষণা করেছিল হিমাচল প্রদেশ সরকার। ঐতিহ্যবাহী আপেল চাষ, পর্যটনশিল্পের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের রক্ষা করতেই এই পদক্ষেপ রাজ্য সরকারের। কিন্তু সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করা হয় হিমাচল প্রদেশ হাইকোর্টে। সেই আবেদন অবশ্য খারিজ করে দেয় হাইকোর্ট। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতেই শীর্ষ আদালতের বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ হিমাচলের পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। বেঞ্চের স্পষ্ট অভিমত, এর জন্য শুধু প্রকৃতিকে দায়ী করলে ভুল হবে, আসলে বিপর্যয় ডেকে আনছে মানুষই। যদি এভাবে চলতে থাকে তা হলে দেশের মানচিত্র থেকে মুছে যাবে হিমাচল প্রদেশ। সেদিন আর দূরে নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা, যাতে এমন না হয়। লক্ষণীয়, হাইকোর্টের নির্দেশে কিন্তু হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত।

আরও পড়ুন-সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়

Latest article