প্রতিবেদন: পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের মতে, সেদিন আর বেশি দূরে নয় যেদিন ভারতের মানচিত্র থেকেই মুছে যাবে গোটা হিমাচল প্রদেশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, শীর্ষ আদালতের এমন উদ্বেগের নেপথ্যে কারণটা কী? কারণটা আসলে পরিবেশ। আশঙ্কাজনকভাবে বিঘ্নিত হচ্ছে পরিবেশের ভারসাম্য। জলবায়ুর পরিবর্তন মারাত্মকভাবে প্রভাব ফেলছে পাহাড়-জঙ্গলে। অপরিকল্পিত নির্মাণ চলছে বনাঞ্চল ধ্বংস করে। সেইসঙ্গে ভূমিধসের বিভীষিকা তো আছেই। শীর্ষ আদালতের (Supreme Court) এই উদ্বেগপ্রকাশ একটি মামলাকে কেন্দ্র করে। পরিবেশ রক্ষার লক্ষ্যে রাজ্যের কিছু এলাকাকে গ্রিন এরিয়া বলে ঘোষণা করেছিল হিমাচল প্রদেশ সরকার। ঐতিহ্যবাহী আপেল চাষ, পর্যটনশিল্পের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের রক্ষা করতেই এই পদক্ষেপ রাজ্য সরকারের। কিন্তু সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করা হয় হিমাচল প্রদেশ হাইকোর্টে। সেই আবেদন অবশ্য খারিজ করে দেয় হাইকোর্ট। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সেই মামলার শুনানিতেই শীর্ষ আদালতের বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ হিমাচলের পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। বেঞ্চের স্পষ্ট অভিমত, এর জন্য শুধু প্রকৃতিকে দায়ী করলে ভুল হবে, আসলে বিপর্যয় ডেকে আনছে মানুষই। যদি এভাবে চলতে থাকে তা হলে দেশের মানচিত্র থেকে মুছে যাবে হিমাচল প্রদেশ। সেদিন আর দূরে নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা, যাতে এমন না হয়। লক্ষণীয়, হাইকোর্টের নির্দেশে কিন্তু হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত।
আরও পড়ুন-সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…