লক্ষ লক্ষ মামলা ঝুলে, অস্থায়ী বিচারপতি নিয়োগের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

Must read

লক্ষ লক্ষ মামলা ঝুলে রয়েছে, এবার দ্রুত নিষ্পত্তি করতে নজিরবিহীন পদক্ষেপের উদ্যোগ নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। হাইকোর্টগুলিতে ঝুলে রয়েছে অগুনতি মামলা। সেগুলির নিষ্পত্ততিতে এবার অস্থায়ী নিয়োগ করা হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন-ঘোষণা ছাড়াই বাতিল একাধিক মেট্রো, পড়ে গিয়ে আহত যাত্রী

বিচারপতি এবং বিচারবিভাগের কর্মী সংকটের জেরে বছরের পর বছর ধরে দেশের বিভিন্ন হাই কোর্টে হাজার হাজার মামলা ঝুলে রয়েছে তার মধ্যে রয়েছে ফৌজদারি মামলাও। সুপ্রিম কোর্ট মনে করেছে, এবার অন্তত ফৌজদারি মামলাগুলির দ্রুত নিষ্পত্তি দরকার। শীর্ষ আদালত (Supreme Court) জানিয়েছে, এই মুহূর্তে দেশের হাই কোর্টে ৩৫ বছরের পুরনো মামলাও ঝুলে রয়েছে। বিভিন্ন রাজ্যের হাইকোর্টে প্রায় কয়েকলক্ষ মামলার এখনও নিষ্পত্তি হয়নি। তাই ২২৪-এ ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট অ্যাড হোক বিচারপতি নিয়োগ করতে পারে। মূলত ফৌজদারি মামলার নিস্পত্তির লক্ষ্যেই অস্থায়ী বিচারপতি নিয়োগ হবে।

সুবিচারের অপেক্ষায় লক্ষ লক্ষ মানুষ রয়েছেন। শীর্ষ আদালত জানিয়েছে, ২২৪-এ ধারা অনুসারে বিচারপতি নিয়োগের মানে এই নয় যে স্থায়ী বিচারপতি নিয়োগ সম্ভব নয়। তবে বর্তমানে মামলার বোঝা কমাতে অস্থায়ী নিয়োগও দরকার। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, কোন কোন হাইকোর্টগুলিতে কত মামলা ঝুলে রয়েছে, এলাহাবাদ হাইকোর্টে ৬৩ হাজার, পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে ২১ হাজার, পাটনা, কর্ণাটক হাইকোর্টে ২০ হাজার।

Latest article