১৬ বছরে যৌনতা ‘নিরপরাধ’ করতে কেন্দ্রের মতামত দাবি সুপ্রিম কোর্টের

আইন অনুযায়ী, ১৬ বছর থেকে ১৮ বছরের কম বয়সী কিশোর-কিশোরী যদি উভয় সম্মতিতেও যৌন সম্পর্কে লিপ্ত হয়, সেটা ধর্ষণ হিসাবে গণ্য করা হয়।

Must read

বিতর্ক আজকের নয়, যৌন সম্পর্কে সম্মতির জন্য ন্যূনতম বয়স (Consent Age) ঠিক কত হওয়া উচিত? ১৬ নাকি ১৮? বিভিন্ন রাজ্য থেকে সুপ্রিম কোর্টে (Supreme Court) এই নিয়ে একাধিক মামলা-আর্জি দাখিল হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন-জয় শাহকে পাকিস্তানে আমন্ত্রণ পিসিবির

বেশ কিছু ক্ষেত্রে বর্তমান সময়ে দেখা যাচ্ছে ১৬ থেকে ১৮ বছর বয়সীরা, যৌবনে পা রেখেই উভয়ের সম্মতিতে যৌন সম্পর্ক স্থাপন করেন। কিন্তু আইন অনুযায়ী সেটা ধর্ষণ হিসাবে গণ্য করা হয়। এই আইন পরিবর্তনের জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতেই কেন্দ্রের কাছে মতামত জানতে চাওয়া হয়েছে।

আরও পড়ুন-প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝে আটকে ব্যক্তি, বাঁচালেন আরপিএফ

সুপ্রিম কোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী হর্ষ বিভোর সিঙ্ঘল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ শুক্রবার সেই আবেদন গ্রহণ করেন। ওই বেঞ্চের তরফে কেন্দ্রীয় আইন মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রক এবং জাতীয় মহিলা কমিশন সহ একাধিক কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়।

আরও পড়ুন-লক্ষ্য আরও কর্মসংস্থান, দ্বিগুণ রফতানি বাণিজ্য, রাজ্যের শিল্পায়নে বিশ্বব্যাঙ্কের ২৫০০ কোটি

আইন অনুযায়ী, ১৬ বছর থেকে ১৮ বছরের কম বয়সী কিশোর-কিশোরী যদি উভয় সম্মতিতেও যৌন সম্পর্কে লিপ্ত হয়, সেটা ধর্ষণ হিসাবে গণ্য করা হয়। এটি পকসো আইনের অধীনে ধর্ষণ হিসাবে অভিযোগ দায়ের হয়। জনস্বার্থ মামলায় আইনজীবী হর্ষ বিভোর এই মর্মে জানিয়েছেন, ১৬ থেকে ১৮ বছর বয়সীদের শারীরিক, জৈবিক, মনস্তাত্ত্বিক ও সামাজিক ক্ষমতা রয়েছে ঠিক ভুল বিচার করার ও বাস্তব বুদ্ধি কাজে লাগানোর। ১৬ থেকে ১৮ বছর বয়সীরা যদি উভয় সম্মতিতে যৌন সম্পর্কে লিপ্ত হয়, সেই ক্ষেত্রে সেটা যেন অপরাধ হিসাবে গণ্য না করা হয়।

Latest article