বিজ্ঞপ্তি প্রত্যাহারের সুপ্রিম নির্দেশ কেন্দ্রকে

ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন সংক্রান্ত মামলার শুনানিতে নরেন্দ্র মোদি সরকারকে কড়া ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট।

Must read

নয়াদিল্লি : ওয়ান র‍্যাঙ্ক ওয়ান পেনশন সংক্রান্ত মামলার শুনানিতে নরেন্দ্র মোদি সরকারকে কড়া ভাষায় ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, বকেয়া পেনশন কিস্তিতে মেটানোর জন্য সরকার ২০ জানুয়ারি যে বিজ্ঞপ্তি জারি করেছিল তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

আরও পড়ুন-সেরা ডক্যুমেন্টারি : দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স

দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সরাসরি কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেছেন। প্রধান বিচারপতি, কেন্দ্রের তরফে উপস্থিত অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানিকে বলেছেন, মিঃ অ্যাটর্নি জেনারেল সতর্ক থাকুন। প্রতিরক্ষামন্ত্রক যেন আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা না করে। ওআরওপি নীতিতে পেনশন প্রদানের ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রকের এভাবে স্বতঃপ্রণোদিত হয়ে বিজ্ঞপ্তি জারি করা উচিত হয়নি। সরকার বিজ্ঞপ্তি ফিরিয়ে না নিলে মন্ত্রকের সচিবকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হবে। আগে বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হোক। তারপর বকেয়া পেনশন মেটাতে সময় চেয়ে কেন্দ্রের করা আবেদনটি শুনবে শীর্ষ আদালত। মামলার পরবর্তী শুনানি ২০ মার্চ।

Latest article