সিবিআইকে এসআইটি গড়ে তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের, তিরুপতির লাড্ডু-বিতর্ক

তিরুপতির লাড্ডু নিয়ে এবার তদন্ত করবে সিবিআই।

Must read

প্রতিবেদন: তিরুপতির লাড্ডু নিয়ে এবার তদন্ত করবে সিবিআই। বিশেষ তদন্তকারী দল গড়ে এই তদন্ত হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। অন্ধ্রপ্রদেশে বিজেপির জোটসঙ্গী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই বিষয়ে প্রথম হইচই শুরু করেন। লাড্ডুতে পশুর চর্বি রয়েছে বলে তোপ দাগেন পূর্বতন ওয়াইএসআর কংগ্রেস পার্টির সরকারের বিরুদ্ধে। চন্দ্রবাবুর অভিযোগ, তিরুপতিতে শ্রীভেঙ্কটেশ্বর মন্দিরের লাড্ডু তৈরি করতে পশুর চর্বিযুক্ত নিম্নমানের ঘি ব্যবহার করা হয়েছিল আগের সরকারের আমলে। এর পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত প্রথমে বিজেপির শরিক চন্দ্রবাবুর উদ্দেশে কড়া মন্তব্য করে বলে ঈশ্বরকে রাজনৈতিক বিতর্ক থেকে রেহাই দিন। এরপর শুক্রবার বিচারপতিরা নির্দেশ দেন, এন চন্দ্রবাবুর নেতৃত্বাধীন বর্তমান অন্ধ্রপ্রদেশ সরকারের অভিযোগ নিয়ে তদন্ত করবে বিশেষ তদন্ত দল (এসআইটি)।

আরও পড়ুন-ছত্তিশগড়ে যৌথবাহিনীর গুলিতে খতম ৩০ মাওবাদী

বিচারপতি বিআর গাভাই এবং কেভি বিশ্বনাথনের একটি বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছে যে, এসআইটিতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) থেকে দুজন, অন্ধ্রপ্রদেশ রাজ্য পুলিশের দুজন এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) এর একজন সিনিয়র অফিসার থাকবেন। শীর্ষ আদালত বলেছে, কোটি কোটি মানুষের অনুভূতি প্রশমিত করার জন্য রাজ্য পুলিশ, সিবিআই এবং এফএসএসএআই-এর প্রতিনিধিদের নিয়ে গঠিত স্বাধীন এসআইটি দ্বারা অভিযোগের তদন্ত করা হবে। সিবিআই-এর ডিরেক্টরের তত্ত্বাবধানে তদন্ত হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া ইতিমধ্যে রাজ্যের যে এসআইটি মামলার তদন্ত করছে তা নতুন এসআইটি দ্বারা প্রতিস্থাপিত হবে। তিরুপতি ভেঙ্কটেশ্বরের মন্দিরে পশুর চর্বি লাড্ডু তৈরির জন্য ব্যবহার করা হয়েছিল এই অভিযোগের তদন্তের জন্য বেঞ্চ চারটি পিটিশনের শুনানি করছিল। আবেদনকারীদের মধ্যে ছিলেন প্রাক্তন সংসদ সদস্য ড. সুব্রহ্মণ্যম স্বামী, ওয়াইএসআর কংগ্রেস পার্টির নেতা এবং প্রাক্তন তিরুমালা তিরুপতি দেবস্থানমের চেয়ারপার্সন ওয়াইভি সুব্বা রেড্ডি, ইতিহাসবিদ বিক্রম সম্পাথ এবং বৈদিক ভাষ্যকার দুষ্মন্ত শ্রীধর।

Latest article