‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইউটিউবার ও পডকাস্টার রণবীর এলাহাবাদিয়া যে মন্তব্য করেছিলেন, সেই নিয়ে বিতর্কের পর এবার তৎপর সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্ট (Supreme court) কেন্দ্রকে ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘অশ্লীল বিষয়বস্তু’ নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনা করে দেখার কথা জানিয়েছে। শুধু তাই নয়, এদিন শীর্ষ আদালত নির্দিষ্ট কিছু চ্যানেলের দ্বারা এই প্ল্যাটফর্মগুলির অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
আরও পড়ুন-ট্যাংরা থানা এলাকায় একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার
প্রসঙ্গত, ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ ইউটিউবার ও পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার বিতর্কিত ভিডিয়োর পর সুপ্রিম কোর্ট এই মন্তব্য করে। শীর্ষ আদালতে রণবীর এলাহাবাদিয়ার দায়ের করা আবেদনের শুনানি চলছিল। বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের বেঞ্চ শুনানি চলাকালীন অন্য একটি মামলার জন্য উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটিকে এই বিষয়ে অ্যাটর্নি জেনারেল এবং সলিসিটর জেনারেলের সহায়তা নেওয়ার নির্দেশ দেয়। বেঞ্চ বিষয়টির গুরুত্ব এবং সংবেদনশীলতার উপর জোর দিয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন-বিশেষভাবে সক্ষম তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিজেপি কর্মী
মঙ্গলবার সুপ্রিম কোর্টের বেঞ্চ রণবীর এলাহাবাদিয়ার করা মন্তব্যের তীব্র সমালোচনা করে জানিয়েছে তাঁর মন্তব্য অনুপযুক্ত এবং লজ্জাজনক। বেঞ্চ বলেছে, তার মনের মধ্যে অত্যন্ত নোংরা কিছু রয়েছে, যা তিনি এই অনুষ্ঠানে উগড়ে দিয়েছেন। তাঁর পরিবার, সমাজ, এই কৃতকর্মের জন্য লজ্জিত।