প্রতিবেদন: রাজ্যের আর্জি মেনে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে (Supreme Court)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যার উদ্দেশে কটূক্তির মামলার তদন্তভার গেল রাজ্য পুলিশের হাতে। এর আগে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, সিবিআই নয়, মামলায় তদন্ত করবে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা এসআইটি। এদিনের শুনানিতে শীর্ষ আদালত জানায়, ধৃত ২ মহিলাকে পুলিশি মারধরের অভিযোগের তদন্ত করবে রাজ্য পুলিশের সিট। এই মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই বেঞ্চের নজরদারিতেই চলবে তদন্ত। আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে অভিষেক-কন্যার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে ২ মহিলাকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় কলকাতা হাই কোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তার উপর আগেই স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এদিন সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের বেঞ্চ। আইনজীবীর উদ্দেশে বিচারপতি কান্ত প্রশ্ন করেন, একজন ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে আইপিএস অফিসাররা নিরপেক্ষ তদন্ত করতে পারবেন না, এটা প্রথমেই কেন মনে করে নেওয়া হচ্ছে? রাজ্যের অফিসারদেরও সুযোগ দেওয়া হোক। রাজ্যের পুলিশ কি এই তদন্ত করতে পারত না? এরপরই আইপিএস আকাশ মাঘারিয়ার নেতৃত্বে সিট গঠন করে দেয় আদালত।
আরও পড়ুন: তৃণমূল কংগ্রেসে জোর শৃঙ্খলায়, সুসংহত প্রচার ও জনসংযোগ, কর্মসমিতি থেকে একগুচ্ছ কর্মসূচি