জাতীয়

বিচারপতি যশবন্ত ভার্মার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: বিতর্কিত বিচারপতি যশবন্ত ভার্মার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার শীর্ষ আদালত জানিয়ে দিল, এলাহাবাদ হাইকোর্টের এই বিচারপতির বিরুদ্ধে ওঠা ইমপিচমেন্ট প্রস্তাব খতিয়ে দেখতে লোকসভার স্পিকার যে তদন্ত কমিটি গঠন করেছেন, তাতে কোনও আইনি ত্রুটি নেই। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি এস সি শর্মার একটি বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, স্পিকারের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন নেই এবং বিচারপতি ভার্মা কোনও বিশেষ আইনি স্বস্তি পাওয়ার অধিকারী নন।

আরও পড়ুন-শ্রেয়াঙ্কার পাঁচ, এখনও অপরাজিত স্মৃতির দল

প্রসঙ্গত, বিচারপতি ভার্মার সরকারি বাসভবনে বিপুল পরিমাণ হিসাববহির্ভূত নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। এরপরই তাঁর বিরুদ্ধে লোকসভা ও রাজ্যসভায় ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়। অন্যদিকে বিচারপতি ভার্মার মূল অভিযোগ ছিল, লোকসভা ও রাজ্যসভা— উভয় কক্ষেই একইদিনে (২১ জুলাই) এই প্রস্তাব আনা হলেও লোকসভার স্পিকার ওম বিড়লা রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে আলোচনা না করেই এককভাবে তদন্ত কমিটি গঠন করেছেন। তাঁর আইনজীবী মুকুল রোহতগির দাবি ছিল, এটি ১৯৬৮ সালের বিচারক (তদন্ত) আইন’-এর ৩(২) ধারার লঙ্ঘন। রোহতগি আরও জানান, ১১ অগাস্ট রাজ্যসভায় এই প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পর ১২ অগাস্ট লোকসভার স্পিকারের এই কমিটি গঠন করার কথা নয়। গত ৮ জানুয়ারি এই মামলার রায় সংরক্ষিত রাখার সময় বিচারপতি দত্ত জানিয়েছিলেন যে, স্পিকারের কমিটি গঠনের প্রক্রিয়ায় কিছুটা অসঙ্গতি থাকলেও তা পুরো কমিটি বাতিল করার মতো গুরুতর কি না, তা বিচার্য। শুক্রবার রায়দানের সময় আদালত জানায়, একদিকে যেমন অভিযুক্ত বিচারপতির অধিকার সুরক্ষিত রাখা প্রয়োজন, অন্যদিকে সংসদের সদস্যদের অধিকারও সমান গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, ইতিপূর্বে সুপ্রিম কোর্টের তদানীন্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে গঠিত একটি তিন সদস্যের প্যানেল বিচারপতি বর্মাকে ‘অসদাচরণ’-এর জন্য দোষী সাব্যস্ত করেছিল এবং সেই রিপোর্ট রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছিল। এর প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি অরবিন্দ কুমার, মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি মণীন্দ্র মোহন শ্রীবাস্তব এবং বর্ষীয়ান আইনজীবী বি ভি আচার্যকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন স্পিকার। শীর্ষ আদালতের এদিনের এই রায়ের ফলে বিচারপতি ভার্মার বিরুদ্ধে তদন্তের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা থাকল না।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

15 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

23 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

48 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago