জাতীয়

পহেলগাঁও কাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ শীর্ষ আদালতের

পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে করা একটি জনস্বার্থ মামলা (পিআইএল) বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme court)। আবেদনে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকা এলাকায় সন্ত্রাসী হামলার তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছিল। আদালত এই মর্মে জানিয়েছে এই ধরনের পদক্ষেপ এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে নিরাপত্তা বাহিনীর “মনোবল ভেঙে” দিতে পারে। আবেদনকারীর তীব্র সমালোচনা করে আদালত বলেছে, আদালতে যাওয়ার আগে আবেদনকারীদের বিষয়টির সংবেদনশীলতা বিবেচনা করা উচিত ছিল। অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে গঠিত বিচারবিভাগীয় কমিশনের দ্বারা যাতে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তদন্ত করা হয় এমনই আর্জি জানিয়েছিলেন মামলাকারী। কিন্তু সেই নিয়ে এবার প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। মামলাকারীর আইনজীবীর উদ্দেশে দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল দায়িত্বশীল হতে হবে। এই সময়ে বাহিনীর মনোবল ভেঙে দেওয়া মোটেও যুক্তিপূর্ণ কোন কাজ নয়। বেঞ্চ ক্ষুব্ধ হয়েই প্রশ্ন তোলে, ”সুপ্রিম কোর্ট বা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা কবে থেকে তদন্তে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন? আমরা কবে থেকে এই ক্ষমতা পেয়েছি? আমরা শুধুমাত্র বিরোধের নিষ্পত্তি করি।”

আরও পড়ুন-নিষ্ক্রিয় নীতীশের পুলিশ, ট্যাঙ্কার উল্টে যেতেই তেল লুট

এরপরেই মামলাকারীর আইনজীবী জানিয়ে দিলেন তিনি তদন্তের আর্জি জানিয়ে ওই মামলা প্রত্যাহার করে নেবেন। আবেদনকারী জম্মু ও কাশ্মীরের বাইরে অধ্যয়নরত কাশ্মীরি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনা চেয়েছিলেন, দাবি করেছিলেন যে এই ঘটনার পর তারা আক্রমণের সম্মুখীন হচ্ছে। এরপরেই এদিন বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ নিজেদের অবস্থান স্পষ্ট করেই জানিয়েছে, “এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, প্রতিটি ভারতীয় একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। বাহিনীর মনোবলে আঘাত করবেন না। বিষয়টির সংবেদনশীলতাকে দেখেই এগোতে হবে।”

আরও পড়ুন-জীবন নিয়ে খেলা নয়, বিপজ্জনক বাড়ির বাসিন্দা সরিয়ে মেরামতির নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সীমান্তপারের যোগ রয়েছে বলে অভিযোগ। পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত। কিন্তু এর মধ্যেই কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর পাক সেনার বিরুদ্ধে সংঘর্ষবিরতি লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে। বর্তমানে পহেলগাঁও কাণ্ডের তদন্ত করছে এনআইএ।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago