মোদিরাজ্যের বনতারায় সিট গঠন করল সুপ্রিম কোর্ট

গুজরাতের জামনগরে তৈরি বনতারা ইন্ডিয়া নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় ওঠা অভিযোগের ভিত্তিতে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের হয়।

Must read

প্রতিবেদন: বিপদগ্রস্ত পশুদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রীর নজর কাড়ার চেষ্টা চালিয়েছিল গুজরাতের বনতারা। এবার প্রশ্ন উঠেছে সেখানে দেশের ও বিদেশের বিভিন্ন এলাকা থেকে পশু নিয়ে আসার প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণ নিয়ে। সেই সংক্রান্ত মামলায় বনতারার পরিকাঠামোগত ব্যবস্থা খতিয়ে দেখতে তিন সদস্যের সিট গঠন করল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-প্রকৃত তথ্য ধামাচাপা দিয়েছে মোদি সরকার

গুজরাতের জামনগরে তৈরি বনতারা ইন্ডিয়া নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় ওঠা অভিযোগের ভিত্তিতে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের হয়। অভিযোগ, বেআইনিভাবে ওই উদ্ধারকেন্দ্রে দেশ ও বিদেশ থেকে পশু আনা হয়েছে। বন্দি পশুর সঙ্গে যথাযথ ব্যবহার করা হচ্ছে না ও সংস্থার আর্থিক অসঙ্গতি রয়েছে। সেই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি পঙ্কজ মিত্তল ও বিচারপতি পি বি ভারালের বেঞ্চ এই পশু সংগ্রহালয় ও উদ্ধারকেন্দ্রের বিরুদ্ধে তদন্তে তিন সদস্যের সিট গঠনের নির্দেশ দিয়েছে।

Latest article