প্রতিবেদন : বিজেপিশাসিত মণিপুরে মে মাস থেকে জাতিদাঙ্গায় বহু মানুষের মৃত্যু হয়েছে৷ হিংসায় নিহত অনেকের মরদেহ এখনও দাবিদারহীন অবস্থায় পড়ে রয়েছে৷ এর প্রেক্ষিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, জাতিগত হিংসায় মৃত ব্যক্তিদের শালীনতা বজায় রেখে মর্যাদাপূর্ণ শেষকৃত্য করতে হবে৷
আরও পড়ুন-বিধানসভায় ঘোষণা কৃষি বিপণন মন্ত্রীর, বাড়ছে সুফল বাংলার স্টল
প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা, বিচারপতি মনোজ মিত্রের বেঞ্চ বলেছে, মৃতদেহগুলি অনির্দিষ্টকালের জন্য মর্গে রাখা ঠিক হবে না৷ আদালতের নির্দেশ, দাবিদারহীন মৃতদেহের তালিকা তৈরি করে তাঁদের নিকটাত্মীয়দের অবহিত করা উচিত এবং মর্যাদার সঙ্গে শেষকৃত্য সম্পন্ন করা উচিত৷ বিচারপতিরা বলেন, শেষকৃত্যের আগে ডিএনএ নমুনা নিতে হবে প্রশাসনকে৷ কারণ, এ-বিষয়ে ফৌজদারি তদন্ত চলছে৷ আগামী সোমবার বা তার আগে শেষকৃত্য মিটিয়ে ফেলতে হবে৷ ময়নাতদন্তের সময় ডিএনএ নমুনা না নেওয়া হলে শেষকৃত্যের আগে তা করে ফেলতে হবে৷ ত্রাণশিবিরে থাকা পরিজনরাও যাতে আত্মীয়দের শনাক্ত করতে পারে তার ব্যবস্থা করতে হবে৷
আরও পড়ুন-পর্যটক টানতে সুন্দরবনে চালু হচ্ছে একাধিক পরিষেবা
প্রসঙ্গত, মণিপুরে জাতিগত হিংসার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি গীতা মিত্তালের নেতৃত্বে বিচারবিভাগীয় কমিটি গঠিত হয়৷ এই কমিটি আদালতকে জানিয়েছে, ১৭৫টি মৃতদেহের মধ্যে ১৬৯টি শনাক্ত করা হয়েছে৷ এর মধ্যে ৮১টির ক্ষেত্রে পরিজনরা মৃতদেহ দাবি করলেও ৮৮টি ক্ষেত্রে দাবিদারহীন রয়ে গিয়েছে৷