দু’জন নতুন বিচারপতি পেল সুপ্রিম কোর্ট

Must read

আরও দু’জন নতুন বিচারপতি পেল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের পরেই বিচারপতি এন কোটিশ্বর সিং এবং বিচারপতি আর মহাদেবন হলেন সুপ্রিম কোর্টের নতুন দুই বিচারপতি।

বিচারপতি নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। সুপ্রিম কোর্ট কলেজিয়াম আগেই এই দুই বিচারপতির পদোন্নতির সুপারিশ করেছিল। দু’জন নতুন বিচারপতি নিয়োগের পর এই মুহূর্তে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়-সহ মোট ৩৪ জন বিচারপতি রইলেন শীর্ষ আদালতে।

আরও পড়ুন- জঙ্গি হামলায় শহিদ বাংলার ক্যাপ্টেন, অনুপ্রবেশ রুখতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার

মণিপুর থেকে প্রথমবার বিচারপতি পেল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতে মণিপুর থেকে বিচারপতি হলেন এন কোটিশ্বর সিং। বর্তমানে জম্মু-কাশ্মীর এবং লাদাখের প্রধান বিচারপতি তিনি। মণিপুরের প্রথম অ্যাডভোকেট জেনারেল বা সরকারি উকিল হন এন ইবোতোম্বি সিং। ইবোতোম্বি সিংয়ের ছেলে হলেন বিচারপতি এন কোটিশ্বর সিং।

Latest article