প্রতিবেদন : রামচরিতমানস কাব্যগ্রন্থকে অপমান করেছেন সমাজবাদী পার্টির নেতা স্বামীপ্রসাদ মৌর্য। এই ধর্মগ্রন্থ ছিঁড়তে ও পোড়াতে জনগণকে প্ররোচিত করেছেন। এই অভিযোগেই সপা নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছিল উত্তরপ্রদেশের যোগী সরকার। তবে বিজেপি সরকারের পদক্ষেপের বিরুদ্ধে শীর্ষ আদালতে স্বস্তি পেলেন মৌর্য। বৃহস্পতিবার এই মামলায় রক্ষাকবচ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। পাশাপাশি উত্তরপ্রদেশ সরকারকে আদালত প্রশ্ন করে, এটা এত বেশি স্পর্শকাতর বিষয় কীভাবে হয়? যেখানে শুধুমাত্র একটি বয়ানের বিরুদ্ধে উপর ভিত্তি করে কারও বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে!
আরও পড়ুন-মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার: সিদ্ধান্ত হয়নি, জানাল নৌসেনা
বিচারপতি বি আর গাভাই এবং সন্দীপ মেহতার বেঞ্চে মামলার শুনানিতে উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (এএজি) শরণ দেব সিং ঠাকুরকে বলেন, উনি শুধুমাত্র একটি মন্তব্য করেছেন। এটি কীভাবে অপরাধ হতে পারে? কপি পোড়ানোর জন্য ওঁকে দায়ী করা যায় না। এরপরই ওই সপা নেতাকে রক্ষাকবচ দেওয়ার পাশাপাশি এই মামলায় সমাজবাদী পার্টির নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা অভিযোগকারীকে একটি নোটিশও জারি করেছে আদালত।
উল্লেখ্য, তুলসীদাসের রামচরিতমানসের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে মৌর্য এবং অন্যান্য সপা নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। এরপরই এফআইআর খারিজের আবেদন জানিয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন মৌর্য। যদিও এলাহাবাদ হাইকোর্ট তার আবেদনে সাড়া দেয়নি। অতঃপর এই ইস্যুতে শীর্ষ আদালতের দ্বারস্থ হলে যোগী সরকারের সমালোচনা করে মৌর্যকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট।