অবশেষে সুপ্রিম কোর্টে (Supreme Court) স্থায়ী জামিন পেলেন সমাজকর্মী তিস্তা শীতলাবাদ (Teesta Setalvad)। ২০০২ সালে গুজরাত দাঙ্গার সাক্ষ্য জালিয়াতির মামলায় বুধবার সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। পাশাপাশি গুজরাত হাইকোর্ট তাঁর জামিন বাতিলের যে নির্দেশ জারি করেছিল তা খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালতের নির্দেশে আপাতত স্বস্তিতে এই সমাজকর্মী। শীর্ষ আদালত এদিন শর্ত দিয়েছে, জামিনের সময় তিস্তার (Teesta Setalvad) পাসপোর্ট নিম্ন আদালতের কাছে জমা থাকবে। তিনি কোনওভাবেই সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করবেন না। সাক্ষীদের বেশিরভাগই গুজরাতের বাসিন্দা। তাই তাঁকে সাক্ষীদের থেকে দূরে থাকতে হবে। উল্লেখ্য, তিস্তার বিরুদ্ধে অভিযোগ, ২০০২ সালের গুজরাত দাঙ্গায় তিনি মোদির ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য কাজ করেছেন। ২০২২ সালের জুনে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। ওই বছরেই সেপ্টেম্বর মাসে শীর্ষ আদালত তাঁকে অন্তর্বর্তী জামিন দেয়।
আরও পড়ুন-নাবালিকা কিশোরীকে ধর্ষণ করে খুন অসমে